Tiktok,Likee এর মতো ভিডিও শেয়ারিং এ্যাপ। বাংলাদেশী ডেভেলপার দ্বারা পরিচালিত।

আস সালামু আলাইকুম। প্ৰিয় ট্রিকবিডির দর্শকেরা। আশা রাখছি সকলে অনেক অনেক ভালো আছেন। মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি।মহান আল্লাহ পাকের নাম নিয়েই শুরু করছি আজকের পোস্ট টি। বেশি কথা বাড়াবো না চলুন শুরু করা যাক।

এ্যাপ টি Tiktok, Likee এর মতো একটি ভিডিও শেয়ারিং প্লাটফর্ম।।Tiktok, Likee এর মতোই এ্যাপ টিতে ভিডিও শেয়ার করতে পারবেন। এখানে আপনারা ইউটিউব এর মতো ভিডিও প্রমোট করাতে পারবেন।টিকটিক likee থেকে যেমন আপনার ইনকাম করতে পারেন। এখানে এ্যাপ এর ডেভেলপার রাও আপনাদের জন্য ইনকামের একটা সুযোগ রেখেছে।

ইউটিউব থেকে ভিডিও নিয়ে অথবা নিজে শর্ট ভিডিও বানিয়েছে আপলোড করতে পারবেন বানিয়েছে ভিডিও আপলোড করতে পারবেন।

এ্যাপ টির ডাউনলোড লিংক:
এখানে ক্লিক করে সরাসরি play store থেকে ডাউনলোড করে নিন

মূল কথা হচ্ছে এটি বাংলাদেশি developer এর এ্যাপ তাই এ্যাপ টি অন্তত একবার হলেও আপনার ব্যবহার করে দেখা উচিত।যে বাংলাদেশি developer রাও এতো সুন্দর এ্যাপ বানাতে পারে। আশা রাখছি নিজ দেশি এ্যাপ অন্তত একবার হলেও use করে দেখবেন। আপনাদের সাপোর্ট পেলে বাংলাদেশী developer রাও অনেক কিছু করতে পারবে ইনশাল্লাহ

কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশ:

আপনারা চাইলে কর্তৃপক্ষের ফেইসবুক গ্ৰুপ থেকে ঘুরে আসতে পারেন। তাদের সকল নীতিমালা ফেইসবুক গ্রুপ এ দেওয়া হয়।

ফেইসবুক গ্ৰুপ লিংক:Vidly official facebook group

প্রথমেই আমি এ্যাপটি ওপেন করে নিচ্ছি।

তারপর যা যা permission চায় allow করে দিন।

এ্যাপটি ওপেন হলে এমন interface আসবে।

এখন Three dot icon এ ক্লিক করুন।

এখন login/register এ ক্লিক kore sign up করে নিন।

এখানে সব ভিডিও গুলো দেখতে পাবেন।

Popular icon এ ক্লিক করলে সব জনপ্রিয় ভিডিও গুলো দেখতে পাবেন।

এখান থেকে চাইলে আপনি category select করে শুধু সেই category এর ভিডিও গুলো দেখতে পারবেন।

আর আপনারা যদি কোনো ভিডিও ডাউনলোড করতে চান তাহলে সেই ভিডিওটি ওপেন করে ডাউনলোড এ ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। কিন্তু ডাউনলোড করা ভিডিও দেখতে হলে এ্যাপ এর ভিতরে দেখতে হবে। এটা আপনার Phone gallery তে save হবে না।

আশা করি পোস্ট টি ভালোই লেগেছে। পোস্ট টি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। বাংলাদেশী developer আশা করি সকলেই সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলে একদিন বাংলাদেশ অবশ্যই উন্নতির শিকরে পৌঁছাবে ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ।নিত্য নতুন আপডেট পেতে ট্রিকবিডির সাথেই থাকুন।

ফেসবুকে আমি:For any problem

অথবা যেকোনো সমস্যার সমাধান পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ জয়েন হতে পারেন:
Telegram Channel

The post Tiktok,Likee এর মতো ভিডিও শেয়ারিং এ্যাপ। বাংলাদেশী ডেভেলপার দ্বারা পরিচালিত। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://bit.ly/3u8KuHP
via IFTTT

Comments