ডাউনলোড করে নিন আর্তুগ্রুল খ্যাত এনজিন আলতান অভিনীত ‘My Father’s Violin’ তুর্কি মুভি সাথে আমার রিভিউ।

My Father’s Violin ( তুর্কি : Babanın Kemanı ) একটি 2022 সালের তুর্কি চলচ্চিত্র যা আন্দাক হাজনেদারোগলু দ্বারা পরিচালিত এবং এতে অভিনয় করেছেন গুলিজার নিসা উরে, এঞ্জিন আলতান দুজিয়াতান এবং বেলসিম বিলগিন । সিনেমাটি 21 জানুয়ারী, 2022-এ Netflix- এ মুক্তি পায়। ভাষাঃ ইংরেজি। সাথে ইংরেজি সাবটাইটেল রয়েছে।

মুভিটি রিলিজ হওয়ার পরেই এঞ্জিন আলতান অভিনীত হওয়ায় তুর্কী এবং বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

মুভির স্ক্রিনশটঃ

এবার আসি মুভিটি আপনার কেনো দেখা উচিত?
প্রথমেই বলে রাখি আপনি যদি দিরিলিস আর্তুগ্রুল দেখে থাকেন তাহলে ইঞ্জিন আলতান কে অবশ্যই চিনবেন।আর তার বিশাল বড় ভক্তও আপনি।

আমার রিভিউঃ

সদ্য নেটফ্লিক্সে রিলিজ হওয়া দিরিলিস আরতুগ্রুল খ্যাত জনপ্রিয় অভিনেতা এনজিন আলতানের দারুণ একটি তুর্কি ড্রামা মুভি ৷ বেশ উপভোগ্য ছিলো ৷ বিশেষ করে ছোট্ট মেয়েটার অভিনয় মনে দাগ কেটে গ্যাছে ! এনজিন আলতান বরাবরের মতোই এই মুভিতেও তার সেরাটা দিয়ে অভিনয় করেছে ৷

মুভির গল্পটা অসাধারণ সাথে সিনেমাটোগ্রাফি মোটামুটি ভালো ছিলো ৷ এই মুভির ভায়োলিনের সঙ্গীতগুলো মুভিটাকে অন্য এক মাত্রায় নিয়ে গ্যাছে ৷ খুবই সুন্দর ছিলো সঙ্গীতগুলো !

মুভির প্লট : ছোট্ট মেয়ে ওজলেম তার বাবার সাথে রাস্তায় রাস্তায় ভায়োলিন বাজাতো ৷ দুইজনের অভাবের সংসার তাদের তবে ভালোবাসায় পরিপূর্ণ ছিলো ৷ হঠাৎ একদিন তাঁর বাবা মারা যায় এবং আট বছরের ছোট্ট মেয়েটি অনাথ এবং একা হয়ে পরে ৷

এদিকে ওজলেমের চাচা একজন ফেমাস এবং সফল ভায়োলিনের সঙ্গীত শিল্পী ৷ কোনো এক অজানা কারণে তাদের দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক ভালো ছিলোনা এবং বহু বছর তাদের যোগাযোগ ছিলো না ৷

মেয়েটার বাবা মারা যাওয়ার পরে সরকারী সংস্থা মেয়েটার ভরণপোষনের দায়িত্ব তাঁর চাচাকে দেন ৷ কিন্তু তার চাচা মেহমেত তার দায়িত্ব নিতে রাজি নন ৷ এভাবেই এগোতে থাকে চমৎকার এই মুভিটির কাহিনী ৷

চাচা-ভাতিজির খুঁনসুটি আপনাকে কাঁদিয়ে ছাড়বে কনর্ফাম ৷

এবার আসি ডাউনলোড লিংক এঃ

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

যেকোনো ধরনের তুর্কি সিরিজ এবং মুভি দেখতে ভিজিট করুনঃ এই সাইটে

The post ডাউনলোড করে নিন আর্তুগ্রুল খ্যাত এনজিন আলতান অভিনীত ‘My Father’s Violin’ তুর্কি মুভি সাথে আমার রিভিউ। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/PtZYdbHIs
via IFTTT

Comments