ফেসবুকে music & lyrics সহ story শেয়ার করুন ।

আমাকে রিকোয়েস্ট করা হয়েছে যেন আমি ফেসবুকে স্টরিতে মিউজিক অপশন শো করে না এটা নিয়ে পোস্ট করতে। তাই আমি এটা নিয়ে কিছুটা ঘাটা ঘাটি করে দেখলাম যে কিভাবে এটা চালু করা যায়।
প্রথমে কিছু কথা বলে নেই। এই যে অপশন টা আছে এটা বাংলাদেশ সার্ভারের জন্য এভেইলেবল না। বাংলাদেশ সার্ভার ছাড়া অন্যন্য অনেক সার্ভারে এই মিউজিক অপশন টি দিয়েছে ফেইসবুক। আশা করি বাংলাদেশেও যোগ করে দিবে।
এখন ফেসবুকের অন্য সারভারের ফিচার আমরা নিতে উপভোগ করতে চাচ্ছি তাই অন্য সার্ভারের লোকেশন দিয়ে আইডি তে যেতে হবে। কিভাবে যাবো তা দেখে নেই।

ফেসবুক স্টোরিতে মিউজিক সহ ছবি পোস্ট করার আমি ২ টি সিস্টেম দেখাবো।

প্রথম টি প্রথমে আপনারা চেক করবেন না হলে দ্বিতীয় টি।

তো চলুন দেখি কিভাবে করবো।

প্রথমে দেখিয়ে নেই যে আমার এখানে ফেইসবুক স্টরিতে মিউজিক অপশন আছে কি না।




তো আপনারা দেখতে পারলেন যে এখানে মিউজিক অপশন নাই কোন।

১ম সিস্টেম

প্রথম কাজ হবে আপনি আপনার ফেসবুক আইডিটি লগ-আউট করবেন।


এরপর একটা ভিপি এন লাগবে turbo vpn ডাউনলোড করে নিবেন

এর পর এটাতে us সার্ভারে কানেক্ট করবেন।



কানেক্ট হয়ে গেলে আপনারা আবার ফেসবুকে যাবেন তারপর আইডি লগইন করবেন এর পর create story

আপনার ছবি সিলেক্ট করবেন এর পর স্টিকার এর উপর ক্লিক করবেন

এই যে দেখুন মিউজিক অপশন


২য় সিস্টেম

উপরের সিস্টেমেও যদি আপনাদের মিউজিক অপশন না আসে তাহলে আপনারা এভাবে করতে পারেন।
প্রথম আপনারা vpn থাকা অবস্থায় instagram অপেন করবেন।

এখানে আপনার ফেইসবুক আইডি দিয়ে লগইন করবেন।।
এরপর story তে ক্লিক করুন

এরপর এখানে ক্লিক করে ইমেইজ সিলেক্ট,করুন

এরপর স্টিকারে ক্লিক করুন

এরপর মিউজিক দেখতে পাবেন এটায় ক্লিক

এরপর যেকোন গান সিলেক্ট করুন

এরপর

এখন ফেসবুকে ক্লিক করুন

confirm & share

এইযে দেখুন স্টোরি

তো আজ এই পর্যন্তই।

আমার ফেসবুক আইডিঃ Tawhid Hridoy

লেখালেখি করে জিতে নিন পুরস্কারঃ BDBoighor.com

আমাদের ইউটিউব চ্যানেলঃ TipTop BD

যেকোন ধরনের Thumbnail, Logo, Photo Editing, Wapkiz Web design ইত্যাদি করাতে চাইলে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে।

The post ফেসবুকে music & lyrics সহ story শেয়ার করুন । appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/3g0qHC2
via IFTTT

Comments