মুসলিম ভাইদের প্রতি সালাম আর অন্যান্য ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে আজকের পোস্ট টি শুরু করছি।
আজ আপনাদের মাঝে একটি সুন্দর stylish keyboard শেয়ার করবো।এ্যাপ টির নাম Betele keyboard কীবোর্ড টি আপনারা নিজেদের ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারবেন।কীবোর্ড টিতে যে যে সুবিধা থাকছে :
*নিজের ইচ্ছে মতো background
*কীবোর্ডের বাটন এর সাইজ নিজের মন মতো কাস্টোমাইজ
*লেখার ফন্ট স্টাইল পরিবর্তন
*সবথেকে চমকপ্রদ হচ্ছে লেখার সময় sound effect
এ্যাপ টির ডাউনলোড লিংক:
কীবোর্ড টি নিচের পদক্ষেপ অনুসরণ করে set up করে নিন:
এ্যাপ টি ওপেন করলে এমন ইন্টারফেস দেখতে পাবেন।
তারপর mark করা জায়গায় ক্লিক করুন।
এখানে কীবোর্ড পারমিশন দিয়ে দিন।
তারপর Go now এ ক্লিক করুন।
উক্ত কীবোর্ড টি সিলেক্ট করে নিন। এখন আমাদের কাজ শেষ।
এবার আসি কীবোর্ডের customization এ:
নিচের মার্ক করা জায়গায় press করুন।
এখান থেকে ইচ্ছে মতো wallpaper দিতে পারবেন।
এখানে থেকে কীবোর্ডের বাটনের design এবং shape customize করতে পারবেন।
এরপর রয়েছে কীবোর্ডের ফন্ট স্টাইল চেঞ্জ সিস্টেম।
এবার আসি সব থেকে চমকপ্রদ বিষয় টিউন এ। এখানে থেকে নিজের মন মতো টিউন select করতে পারবেন।যেই ধরণের টিউন select করবেন। পড়বর্তীতে কীবোর্ড এ লেখার সময় ওই ধরণের সাউন্ড হবে। যেমন টা ডায়াল প্যাড এ কল দেওয়ার সময় শোনা যায় আরকি।
আশা করি পোস্ট টি ভালোই লেগেছে। পোস্ট টি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ইনশাআল্লাহ।
ফেসবুকে আমি:For any problem
অথবা যেকোনো সমস্যার সমাধান পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ জয়েন হতে পারেন:
Telegram Channel
The post চমৎকার Keyboard App।ইচ্ছে মতো customization সুবিধা।(না দেখলে মিস করবেন ) appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/3nYyaWQ
via IFTTT
Comments
Post a Comment