ডাউনলোড করে নিন Candy Crush Saga Mod (ক্যান্ডি ক্রাশ সাগা মোড) ভার্সন

আসসালামু আলাইকুম।তো সবাই কেমন আছেন?আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন।কোনো ভুল-ভ্রান্তি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

তো চলুন শুরু করা যাক।


আপনারা অনেকেই অফলাইন গেম খেলেন।তেমনি জনপ্রিয় অনেক অফলাইন গেমের মাঝে Candy Crush ও অনেক জনপ্রিয় একটি গেম।প্লে স্টোরে গেম  ডাউনলোড হয়েছে।গেমটি খেলার সময় অনেকেরই ফার্স্ট চান্স এ অনেক হার্ড লেভেল কমপ্লিট করা সম্ভব হয় না।তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি Candy Crush Saga Mod 1.217.0.3 Apk ।

  • এই মোড ভার্সন এ আপনি পাবেন সব গুলো স্পেশাল ক্যান্ডি ফ্রী।কোনো কিছু কিনতে হবে না।এবং স্পেশাল ক্যান্ডি গুলো ব্যবহার করার পরেও যতটা ছিল ঠিক ততটাই থাকবে।আপনি অনায়াসে অনেক হার্ড লেভেল মাত্র ২-৩ বার স্পেশাল ক্যান্ডি ইউজ করে পার করতে পারবেন।

এই বুস্টার টি ইউজ করে আপনি সবগুলো ক্যান্ডির ১টি করে লেয়ার ধ্বংস করে দিতে পারবেন এবং আরো ৪টি স্পেশাল ক্যান্ডি যোগ হবে।

এই বুস্টার টি দ্বারা আপনি যেকোনো ক্যান্ডির গায়ে পেইন্ট করে দিতে পারবেন।এবং কোনদিকে ব্লাস্ট হবে সেদিকে পেইন্ট করে দিবেন।


এটি দিয়ে আপনি যেকোনো ক্যান্ডি অথবা ব্লকার ধ্বংস করতে পারবেন।

রান্ডম ভাবে আপনি ৩টি ক্যান্ডি যোগ করতে পারবেন।

কোনো মুভ (চাল) নষ্ট না করেই যেকোনো ক্যান্ডির জায়গা বদল করতে পারবেন।

দেখুন নতুন লেভেল।

আমি একটি বুস্টার ইউজ করলাম।

তারপর দেখেন।মাত্র ২ বার বুস্টার ইউজ করার পরেই একটি লেভেল কমপ্লিট।

ডাউনলোড করতে নিচে ডাউনলোড এ ক্লিক করে ডাউনলোড করে নিন।

যেকোনো প্রয়োজনে ফেইসবুকে আমি

The post ডাউনলোড করে নিন Candy Crush Saga Mod (ক্যান্ডি ক্রাশ সাগা মোড) ভার্সন appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/3JT5JTu
via IFTTT

Comments