মোবাইল দিয়ে লকড/গার্ড অন ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল/কভার ফটো ডাউনলোড করুন

আসসালামু আলাইকুম

আজকের এই পোস্ট-এ আপনাকে স্বাগতম। আশা করছি পুরো পোস্ট-টি মনোযোগ এবং ধৈর্য সহকারে পড়বেন।

তো কেমন আছেন সবাই?
আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালোই আছেন।

বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ‘ফেসবুক’ অনেক জনপ্রিয়।
ফেসবুকের নাম শোনে নি এমন মানুষ পাওয়া হয়তো অসম্ভব। সময়ের সাথে সাথে ফেসবুক অনেক উন্নত হয়েছে! নতুন নতুন অনেক ফিচার এসেছে যা ব্যবহারকারীদের কাছে অনেক জনপ্রিয়তাও পেয়েছে। উন্নত ফিচারের সাথে তাদের সিকিউরিটি/প্রাইভেসি’তে-ও অনেক পরিবর্তন হয়েছে।

ফেসবুকের একটি জনপ্রিয় ফিচার হচ্ছে ‘প্রোফাইল লক’। একজন ব্যবহারকারী তার প্রোফাইলে ‘প্রোফাইল লক’ ফিচারটি ব্যবহার করলে তার ফ্রেন্ডলিস্ট ব্যতীত অন্য কেউ প্রোফাইলের যাবতীয় তথ্য দেখতে পারবে না!
যেমন- প্রোফাইল/কভার পিক বড় করে দেখতে পারবেন না ইত্যাদি আরও অনেক সীমাবদ্ধতা আছে। এক্ষেত্রে শুধুমাত্র তার বন্ধুরাই তার প্রোফাইল-এর সমস্ত কিছু দেখতে পারবে।
কিন্তু আমরা সৃষ্টির সেরা জীব সীমাবদ্ধতায় আবদ্ধ থাকতে চাই না। আমাদের কৌতুহলী চিন্তাশক্তির মাধ্যমে আমরা আমাদের সীমাবদ্ধতাকে পেরিয়ে নতুনত্বের স্বাদ নিতে ভালোবাসি।

ফেসবুকের সেই সীমাবদ্ধতা থেকে আজকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করবো। আমরা আজকে ‘লকড/গার্ড অন’ ফেসবুক প্রোফাইলের কভার ফটো এবং প্রোফাইল ফটো ডাউনলোড করবো!

এর জন্য প্রথমেই আপনি ‘গুগল ক্রোম’ ব্রাউজার টি ওপেন করুন এবং আপনার ফেসবুক আইডি’তে প্রবেশ করুন।

তারপর, আপনি যে ‘লকড/গার্ড অন’ প্রোফাইল -এর ফটো ডাউনলোড করতে চান তার অ্যাকাউন্টটি খুঁজে বের করুন।

তারপর, তার প্রোফাইলে প্রবেশ করুন।

এবার, উপরে ‘ইউআরএল/URL’ বার-এ ক্লিক করুন এবং নিচের মতো করে ‘URL’ ইডিট করুন!
প্রথমে view-source:mbasic.facebook.com এইভাবে ইডিট করে এন্টার/গো দিন।

তারপর নিচে দেখানো যায়গায় ক্লিক করে টিক মার্ক দিন।

এবার ‘গুগল ক্রোম’-এর থ্রি-ডট মেনু থেকে ‘Find in page‘ অপশন-এ ক্লিক করুন।

তারপর ‘সার্চবক্স-এ ‘profile picture‘ লিখে সার্চ করলে নিচের ছবির মতো দেখতে পারবেন।

তারপর ছবিতে দেখানো লিংকে ক্লিক করলেই আপনার কাঙ্খিত ফটো ওপেন হয়ে যাবে। লং প্রেস করে ফটো ডাউনলোড করতে পারবেন।

একইভাবে ‘cover photo‘ লিখে সার্চ দিলে নিচের মতো দেখতে পারবেন।

লিংকে ক্লিক করলেই ফটো ওপেন হয়ে যাবে।
তারপর ডাউনলোড করতে পারবেন।

বুঝতে বা আমার লেখায় কোন ভুল-ত্রুটি থাকলে কমেন্ট বক্সে জানাবেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ লেখাটি পড়ার জন্য। আপনার সময় অনেক ভালো কাটুক।

ফেসবুকে আমি

The post মোবাইল দিয়ে লকড/গার্ড অন ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল/কভার ফটো ডাউনলোড করুন appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/3q6npU0
via IFTTT

Comments