আশা করি সবাই ভালো আছেন। এটা আমার প্রথম পোস্ট। এ পোস্টে শেয়ার করব কিভাবে windows 7/8.1/10 থেকে windows 11 এ আপগ্রেড করবেন tpm & secure boot bypass করে এবং কোনো পেনড্রাইভ লাগবে না। তো চলুন শুরু করি।
সতর্কতাঃ
windows 11 এ আপগ্রেড করার আগে আপনার c ড্রাইভের সব ফাইল ব্যাকআপ নিন। প্রতিটি user এর documents, download, Videos…… ফোল্ডারের ফাইলও প্রকৃতপক্ষে c drive এ থাকে। তাই, সেগুলোও ব্যাকআপ করুন। c drive বাদে অন্য partition এ ফাইল রাখলে সমস্যা নেই। কোনো ডাটা লস এর জন্য ট্রিকবিডি ও আমি দায়ী থাকব না।
প্রথম কাজ হচ্ছে windows 11 এর iso file download করা। আমি বেটা ভার্সনটা রেকমেন্ড করি। অফিসিয়ালি ডাউনলোড করতে চাইলে এই পোস্টটি দেখুন https://ift.tt/3CmnINB
Wintohdd সফটওয়্যারটা ডাউনলোড করে নিন। https://ift.tt/39igKwz ফ্রি ভার্সনেই কাজ চলে যাবে।
ইন্সটল করা হয়ে গেলে reinstall windows এ ক্লিক করুন।
তারপর image লেখার সবার ডান পাশে অ্যাটাচ আইকনে ক্লিক করুন।
iso ফাইলটার ডিরেক্টরিতে গিয়ে সিলেক্ট করুন।
এরপর windows এর ভার্সন সিলেক্ট করুন pro/home/education…..
তারপর পার্টিশন গুলো শো করবে। কোনো চেঞ্জ না করে নেক্সট এ যান।
ফলে ফাইল বিল্ড করা শুরু করবে।
ডাটা ডিস্ট্রয় এর ওয়ার্নিং দিবে। নেক্সট।
আরও একবার নেক্সট।
এরপর পিসি রিস্টার্ট হবে ও ইনস্টলেশন শুরু হবে।
তারপর দেশ, পিন…… সেট করুন। নিজে পড়লেই বুঝতে পারবেন।
কাজ শেষ।
অনেকের windows 11 এর original graphics আসে না। তারা intel থেকে 0$ দিয়ে গ্রাফিক্স ড্রাইভার কিনে ইন্সটল করুন। https://ift.tt/3nlRTQA
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।
The post Windows 11 এ আপগ্রেড করুন tpm & secure boot bypass , cmd or pendrive ব্যবহার না করেই। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/3kjCCxV
via IFTTT
Comments
Post a Comment