[Official] TrickBD Discord Server

আশাকরি সকলেই ভালো আছেন।

আপনাদের নিয়ে ট্রিকবিডির পথচলা অনেক বছরের সেই হালের জাভা সিম্বিয়ান আমল থেকে আজ পর্যন্ত অনেক ধরণের সার্ভিস দিয়ে আসছে ট্রিকবিডি।
আবার হয়তো অনেক দিক দিয়ে কিছুটা গ্যাপ ও থেকে গেছে।
এরই ধারাবাহিকতায়,
আপনাদের বিভিন্ন সার্ভিস প্রদান ও প্রতারণামুক্ত কেনা-বেচা সহজ করার লক্ষ্যে চালু হয়েছে একটি ডিসকর্ড সার্ভার।
এখানে আপনারা বিভিন্ন অফিসিয়াল ও আনঅফিসিয়াল টপিকে কথা বলতে পারবেন। কোনো বিষয়ে সহযোগিতার প্রয়োজন হলে ইন্সট্যান্ট জিজ্ঞেস করতে পারেন। এতে রয়েছে চ্যাটরুম ফিচার। যার মাধ্যমে সার্ভার থেকেই সকলে মিলে আলোচনার পাশাপাশি স্ক্রিন শেয়ার দিয়ে/ভিডিওর মাধ্যমে বিষয়বস্তু দেখাতে পারবেন।

আপনাদের অনেকেই বিভিন্ন জিনিস/সার্ভিস সেল করে থাকেন। অনেকে কিনেন। কিন্তু বিশ্বস্ততার অভাবে কিনতে ভয় পান/প্রতারিত হন। এখানে ইউজার ভেরিফিকেশন ও এডমিন ডিলিং সিস্টেম থাকায় নিশ্চিন্তে কেনাবেচা করতে পারবেন।

এই সার্ভারে এক্সপার্ট মেম্বাররা বিভিন্ন পেইড একাউন্ট/রিসোর্স ফ্রিতে দিয়ে থাকেন। সার্ভারে একটিভ থাকলে সেগুলোও পেতে পারেন।
যেমনঃ Netflix, Amazon Prime, Grammarly etc.

এরইমধ্যে কিন্তু ২৬০ জনেরও মেম্বার এড হয়েছে এই সার্ভারে। তারা প্রয়োজন অনুসারে বিভিন্ন সার্ভিস দিচ্ছে/নিচ্ছে।
সার্ভার ম্যানেজমেন্টের দায়িত্বে সাপোর্ট টিমের পাশাপাশি আপনাদের পরিচিত ট্রেইনাররা কাজ করে যাচ্ছে। ফলে সহজেই তাদের সাথে যোগাযোগ সম্ভব হবে সার্ভারে এড থাকলে।

অফিসিয়াল সাপোর্ট থাকায় সহজেই রিপোর্ট করতে পারবেন সার্ভারের রিপোর্ট সেকশনে গিয়ে।
এছাড়াও অনেক প্রিমিয়াম সার্ভিস (একাউন্ট, কোর্স, এপ ইত্যাদি) ফ্রিতে পাবেন যা আগে কখনোই কল্পনাও করেননি।
সবচেয়ে মজার ব্যাপার হলো সবার প্রোফাইলে ব্যাজ থাকবে যাতে করে আপনারা সহজেই কে ট্রেইনার, আর কারা কারা ভিআইপি/ভেরিফাইড মেম্বার/কারা সেলার সবাইকে চিনে ফেলবেন।
যাস্ট একটা কমান্ড দিয়েই সকল সেলারকে মেসেজ দিতে পারবেন। হেল্প সেকশনে যারা আছে তাদের কাছেও হেল্প চাইতে পারবেন।

সার্ভারে জয়েন হতে নিচের লিংকে ক্লিক করুন।
TrickBD Official

নিচের লিংক থেকে জেনে নিন Discord সম্পর্কে।
ডিসকর্ড কী ও এর সুবিধাসমূহ।

নোটঃ সকল অফিসিয়াল কার্যক্রম যথারীতি চালু থাকবে। শুধু TrickBD রিলেটেড প্রয়োজনে মেইল করুন support@trickbd.com
অন্যান্য বিষয়ের জন্য ফেসবুক পেইজ TrickBD Official এ পোস্ট করুন।
পাশাপাশি আপডেট পেতে Trickbd – Know For Sharing পেইজ ফলো করুন।

ভবিষ্যতে ট্রিকবিডি সাইটেই আশাকরি যুগোপযোগী অনেক ফিচার দেখতে পাবেন।
সাথেই থাকুন।

The post [Official] TrickBD Discord Server appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/39ePlf3
via IFTTT

Comments