আশা করি সবাই ভালো আছেন। অনেকে Free Fire Max এর নাম শুনেছেন, কিন্তু গুগল প্লে স্টোর এ পাচ্ছেন না অথবা গুগলেও অনেক সার্চ করেছেন, আবার অনেকে ভিপিএন দিয়ে ইন্সটল করেছেন। কিন্তু আজ আমি ভিন্ন ভাবে ইন্সটল করে দেখাবো।
ফ্রী ফায়ার ম্যাক্স মূলত HD গ্রাফিক্স এর একটি গেম, এটা Free Fire থেকে অনেক HD গ্রাফিক্স এ করা হয়েছে। এছাড়াও সবাই এটাতে খেলতে খুব মজা পাই।
তো চলুন শুরু করি,,,
প্রথমে যেকোন ব্রাউজার ওপেন করে সার্চ বারে লিখুন Tap Tap apk.
অথবা এখানে এখানে ক্লিক করুন
তারপর অ্যাপ টি ডাউনলোড করুন।
অ্যাপ ডাউনলোড করার পর অ্যাপ টি ওপেন করুন:
ওপেন করার পর সার্চ বারে লিখুন Free Fire Max
তারপর নিচের মত Free Fire Max চলে আসবে। তারপর ডাউনলোড বাটন এ ক্লিক করে ডাউনলোড করে নিন।
ডাউনলোড করে ইনস্টল করুন:তাারপর যেকোন একটা vpn অ্যাপ ডাউনলোড করে নিন, তারপর ওপেন করুন এবং Singapore সিলেক্ট করুন, কারণ Free Fire Max সব সার্ভারে চালানো যায় না। তারপর ID খুলে নিন। ব্যাস কাজ শেষ।
আজ এই পর্যন্ত সবাই ভাল থাকবেন।
The post Free Fire Max ইনস্টল করুন vpn ছাড়া বাংলাদেশে appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/3yrq4rZ
via IFTTT
Comments
Post a Comment