“কিভাবে ব্লগের গতি বাড়াবো? ব্লগের গতি বাড়ানোর টিপস! ‘ব্লগের লোডিং স্পিড বাড়ানোর ১০০% কার্যকরী টিপস ‘ আজকে এই প্রশ্নের উত্তর পাবেন৷ বিস্তারিত জানতে ধৈর্য সহকারে পোস্টটি পড়ুন৷
ব্লগিং এ সফল হতে ব্লগের লোডিং স্পিড খুব গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে৷ তাছাড়া এটি ভিজিটরের উপরও প্রভাব ফেলে৷ একটি জরিপ থেকে জানতে পেরেছি, ব্লগের লোডিং স্পিড যদি ৩ সেকেন্ডের বেশি হয়, তবে ঐ ব্লগসাইট প্রায় অর্ধেক ট্রাফিক হারায়৷
এই ব্যস্ত দুনিয়ায় কেউ সময় নষ্ট করতে চায় না৷ তাই একজন ব্লগার হিসেবে আমাদের ব্লগসাইটের লোডিং স্পিড বাড়ানো উচিত যাতে এটি ভিজিটরদের দ্রুত তথ্য পরিবেশন করতে পারে৷ সুতরাং আজকে ব্লগের লোডিং স্পিড কিভাবে বাড়ানো যায় সেই বিষয়ে আমি ১০ টি কার্যকরী টিপস নিয়ে আলোচনা করছি, যা ১০০% আপনাকে উপকার করবে৷
প্রথমত, আপনি আপনার ব্লগটির লোডিং স্পিড পরীক্ষা করুন,এজন্য আপনি Google pagespeed Insights বা Pigdon টুলস ব্যবহার করতে পারেন৷ এরপর আজকের টিপসগুলো অনুসরণ করার পরও আবার ব্লগ লোডিং স্পিড পরীক্ষা করে উন্নতি বুঝতে পারবেন!
ওয়েবসাইট বা ব্লগের লোডিং স্পিড বাড়ানোর ১০০% কার্যকরী টিপস
নিচের টিপসগুলো অনুসরণ করুন:
১. Amp Template ব্যবহারকথায় আছে, প্রতিকারে চেয়ে প্রতিরোধই উত্তম৷ তাই আপনাকে Template বেছে নেওয়ার আগে Clean Coded template নির্বাচন করতে হবে৷ এজন্য আপনি গুগলে সার্চ দিতে পারেন৷ আপনাকে Google pagespeed এর মাধ্যমে Loading Speed পরীক্ষা করতে হবে৷
আপনার নিশে অনুযায়ী উপযুক্ত Template ব্যবহার করতে হবে৷
উদাহরণ : আপনার ব্লগের নিশ যদি নিউজ বিষয়ে হয়ে তবে আপনাকে অবশ্যই News Template ব্যবহার করতে হবে৷ কারণ এটাতে সঠিক কোডিং করা থাকে এবং এটি ভালো কাজ করে৷
আপনি চাইলে Amp templates ব্যবহার করতে পারেন যা সত্যি দ্রুত গতিতে লোড নেয়৷ এছাড়া এগুলোতে পরিষ্কার Layout থাকে এবং খুব Responsive৷
২. অতিরিক্ত ইমেজ ব্যবহার বন্ধ করুনযদিও ইমেজ যেকোনো আর্টিকেলকে অনেক আকর্ষণীয় করে, তথাপি অতিরিক্ত ইমেজ ব্যবহার করার কারণে আপনার ব্লগার সাইটের পোস্টের লোডিং স্পিড ডাউন করে দেয়৷
সাধারণত ইমেজগুলো বেশি জায়গা নেয় এই কারনেই ব্লগার পোস্ট গুলো লোড নিতে খুব বেশি সময় নেয়৷
ইমেজ ব্যবহার করার কারণে পোস্ট অনেক বেশি তথ্যবহুল হয় তাই ব্লগে ইমেজ আপলোড দেওয়ার সময় ইমেজ গুলো Compressed করে নেওয়া উচিত৷
গুগলে অনেক রকমের ফ্রি ইমেজ Compressed করার সাইট পাবেন যা আপনাকে ইমেজ গুলোর সাইজ কমাতে সাহায্য করবে৷ আপনি চাইলে TinyPNG সাইট করতে পারেন৷
ইমেজ Compressed করলে ওয়েবপেজ লোড নিতে সময় কম নিয়ে থাকে৷ এটি আপনার পুরো ব্লগ সাইটের উপর প্রভাব ফেলে সার্ভার লোড নিতে৷
৩. অপ্রয়োজনীয় Widgets ব্যবহার বন্ধ করুনঅতিরিক্ত Widget যোগ করলেন মানে আপনার ব্লগে আরও বেশি কোড যোগ করলেন৷ একারণে লোডিং স্পিড কমে যায়৷
সুতরাং আপনার ব্লগ থেকে অদরকারী Widget গুলো আজই রিমুভ করে দিন৷ এতে আপনার ব্লগ সাইটের লোডিং গতি বাড়বে৷
৪. Homepage এ নির্ধারিত পোস্টসংখ্যা কমানহোমপেজে পোস্টের অতিরিক্ত সংখ্যা ব্লগের লোডিং স্পিডকে বাজেভাবে প্রভাবিত করে থাকে৷
কারণ হোমপেজে বেশি পোস্ট মানে সার্ভারে ডেটা বৃদ্ধি যা লোডিং স্পিড কমে আনে৷ এজন্যই ব্লগের লোডিং স্পিড বাড়ানোর জন্য আপনার হোমপেজে ৫-৬ টি আর্টিকেল রাখা উচিত যা ব্লগ লোডিং স্পিড বাড়াবে৷
এই কাজটি করতে প্রথমে আপনাকে ব্লগার সেটিংএ যেতে হবে৷ তারপর সেখান থেকে”Post, Comments & Sharing” এ গিয়ে Main page দেখানো পোস্ট ৫-৬ টি করে দিতে হবে৷ তার পর ” Save Setting ” এ ক্লিক করতে হবে৷
৫.অতিরিক্ত Ads ব্যবহার বন্ধ করুনAds জাভা স্ক্রিপ্ট ছাড়া আর কিছুই নয়,অতিরিক্ত কোডের কারণে ফাইনালি আপনার সাইটে অনেক স্লো কাজ করবে৷
অধিকন্তু, অনেকবেশি Ads ব্যবহার ভিজিটরের উপর নেতিবাচক প্রভাব ফেলে৷ অতিরিক্ত Ads ভিজিটরের বিরক্তির কারণ৷
তাই আপনার যেকোনো পোস্টে ২-৪ টির বেশি Ads ব্যবহার করবেন না৷ এতে আপনার ইউজার অভিজ্ঞতা ভালো পাবেন সাথে ব্লগার লোডিং স্পিডও বটে৷
৬. Background image এড়িয়ে চলুনঅনেক ব্লগার আর্টিকেলকে আরও বেশি আকর্ষণীয় করার জন্য Background image ব্যবহার করে থাকে৷ Background image অনেক ব্যান্ডউইথ নিয়ে থাকে যা ওয়েবসাইট লোডিং এ প্রভাব ফেলে৷
সাধারণত ব্যাকগ্রাউন্ডে সাদা কালারটি লোডিং স্পিড এ তেমন প্রভাব ফেলে না৷ এছাড়া এটি ব্যবহারকারীদের ভালো অভিজ্ঞতা প্রদান করে থাকে৷
সুতরাং ভুলেও Background image ব্যবহার করবেন না৷
৭. Popup Widgets এড়ানঅনেকে আবার ব্লগে পপআপ Widget ব্যবহার করে থাকে৷ কিন্তু আবার মনে রাখুন, অতিরিক্ত Widget ব্যবহার করা মনে অতিরিক্ত Javascript ব্যবহার করা৷ যেটি আপনার ব্লগের লোডিং স্পিড কমিয়ে দেয়৷
অধিকন্তু, এটি ব্লগের ভিজিটরদের জন্য খুবই বিরক্তিকর৷ তাই কোন ভিজিটর এটি ব্যবহার পছন্দ করে না৷
৮. অতিরিক্ত CSS files বা Scripts যোগ করবেন নাআপনি যদি আপনার ব্লগার টেমপ্লেটের ফন্ট সাইজ বাহ্যিকভাবে বা টেম্পলেটের কোডে উন্নতি করেন তবে এটি আরও একটু বেশি ব্যান্ডউইথ নেয়৷
পরিণামে, আপনার ব্লগটি লোড নিতে বেশি সময় নেয়৷ সুতরাং, অতিরিক্ত CSS code বা Scripts ব্যবহার বন্ধ করুন৷
৯.Javascript কোড ব্যবহার এড়ানJavascript ব্লগের জন্য সত্যি খুব বিপদজনক৷ যেটির কারণে আপনার ব্লগটি সঠিকভাবে দ্রুত লোড নিতে পারে না৷
আপনি যদি অতিরিক্ত Javascript কোড ব্যবহার করেন, তাহলে মাঝে মাঝে আপনার সাইট সম্পূর্ণ লোড নেওয়ার আগে সাদা হয়ে যাবে৷
সুতরাং, অতিরিক্ত জাভাস্ক্রিপ্ট ব্যবহার করবেন না৷
১০. CDN ব্যবহার করুনCDN এর পূর্ণরূপ হলো Content Delivery Network. আপনি CDN ব্যবহার করতে পারেন, এটি বিভিন্ন দেশের নিকটতম সার্ভার থেকে আপনার ভিজিটরকে ডেটা বণ্টন করবে৷ এটি বিশ্বব্যাপী গ্রুপিং হয়ে কাজ করে৷
আপনি যদি ফ্রিতে CDN ব্যবহার করতে চান, তবে Cloudflare দেখতে পারেন যেটি বিনামূল্যে ব্লগের জন্য সার্ভিস দেয়৷
কিছু সম্পর্কিত প্রশ্ন-উত্তর
কিভাবে ব্লগের গতি বাড়াবো?তো আপনার ব্লগের লোডিং স্পিড বাড়াতে আপনাকে এই দিকগুলো নিশ্চিত করতে হবে ;ব্লগ আর্টিকেলে অতিরিক্ত Ads বা Image রাখা যাবে না, অপ্রয়োজনীয় widgets বা Pop-up এবং জাভাস্ক্রিপ্ট রিমুভ করতে হবে৷
অধিকন্তু, আপনি চাইলে CDN ব্যবহার করতে পারেন৷
আমার ব্লগ এত স্লো কেন?ব্লগসাইট ধীরগতির হওয়ার অনেক কারণ থাকতে পারে, তারমধ্যে আপনার ব্যবহৃত Template টি Speed এর জন্য সঠিকভাবে Optimized না৷
এছাড়া অন্যতম একটি কারণ হলো আপনার ব্লগে ইমেজ Compressed না করে আপলোড দেওয়া যেটি খুব খারাপভাবে ব্লগের লোডিং স্পিডকে প্রভাবিত করে৷
পেজ স্পিড এসইও এর জন্য কতটা গুরুত্বপূর্ণ?গুগল স্পিড আপডেটের পর পেজ স্পিড বর্তমানে বড় Ranking Factor.
পেজের গতি কমলে ব্লগের বাউন্সরেট বেড়ে যায় যেটি পরোক্ষভাবে খুব ক্ষতি করতে পারে ব্লগের৷
শেষ কথা
এই ছিল দরকারী ১০টি টিপস ব্লগের লোডিং স্পিড বাড়ানোর যেগুলো সত্যিই খুবই উপকারী৷
এই টিপসগুলো অনুসরণ করার অবশ্যই আপনার সাইটের স্পিড Google PageSpeed Insights টেস্ট করতে ভুলবেন না৷
এছাড়া আপনার যদি আরও পরামর্শ দরকার হয় তবে কমেন্ট করবেন কেমন!
সৌজন্য আমার ব্লগ : আইটি আপডেট বিডি
সময় থাকলে এখনি একবার ঘুরে আসতে পারেন!
The post ওয়েবসাইট বা ব্লগের লোডিং স্পিড বাড়ানোর উপায় appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/3gHwrl2
via IFTTT
Comments
Post a Comment