ফরেক্স ট্রেডিং কি ? ফরেক্স সম্পর্কে বিস্তারিত আলোচনা । What is Forex Treading

 ফরেক্স ট্রেডিং কি ? ফরেক্স সম্পর্কে বিস্তারিত আলোচনা । What is Forex Treading? 

ফরেক্স ট্রেডিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করি চলুন। ফরেক্স ট্রেডিং কি? ফরেক্স ট্রেডিং কীভাবে করে? ফরেক্স কি? কোথায় করব। এসবই আমরা আজকে জানব। 

ফরেক্স ট্রেডিং কি ?

picture : Forex Training and Market analysis. Picture Credit : Pexels

ফরেক্স ট্রেডিং এর ধারণা :

আপনি কি কখনো বিদেশে ভ্রমন করেছেন?করে থাকলে নিশ্চয়ই সে দেশের মুদ্রা বা কারেন্সি কিনেছেন। অথবা বিদেশি কোনো নোট ভাঙ্গিয়ে টাকায় পরিণত করেছেন? যদি করে থাকেন। তাহলে এ ক্ষেত্রে আপনি ফরেক্স ট্রেডিং করেছেন। ফরেক্স বা Forex শব্দটি এসেছে ফরেইন এক্সচেঞ্জ বা Foreign Exchange থেকে। ফরেক্স  ট্রেডিং হচ্ছে মুদ্রা পরিবর্তন করা বা বিনিময় করা। আর এই মুদ্রা বা কারেন্সি ক্রয়-বিক্রয় করাকে বলা হয় ফরেক্স ট্রেডিং। এক কথায় বলতে গেলে, ফরেইন কারেন্সি এক্সচেঞ্জ বা ফরেক্স বা FX বলতে বোঝায় মুদ্রা ক্র‍য়-বিক্রয় করাকে ফরেক্স ট্রেডিং বলে বা একটি দেশের মুদ্রার বিনিময়ে অন্য একটি দেশের মুদ্রা কেনাকে।

ফরেক্স ট্রেডিং কেন করব? ফরেক্স ট্রেডিং কীভাবে হয়?

আপনি নিশ্চয়ই বাংলাদেশ টাকা দিয়ে অন্য দেশের কোনো পন্য বা সেবা কিনতে পারবেন না। প্রয়োজন হবে অন্য দেশের মুদ্রার৷ তখন আপনি কি করবেন কোনো ব্যাংক বা কারেন্সি এক্সচেঞ্জার থেকে টাকার বিনিময়ে ঐ দেশের টাকা ক্রয় করবেন। এইটা তো গেলো প্রয়োজনের তাগিদে ক্রয় – বিক্রয়।

ট্রেডিং করে আয় করা সম্ভব।

ফরেক্স ট্রেডিং ( Forex Treading ) করে আয় করবেন কিভাবে? 

ধরুন আপনি ইউএস যাবেন। তখন আপনি ১০০ ডলার ইউএস কারেন্সি (USD) কিনলেন–প্রতি ডলার ৮০ টাকা দরে। কিন্তু দেখা গেল কোনো কারণে আপনি যেতে পারলেন না। এখন আপনি সেই (USD) বিক্রি করে ফেলবেন। যখন আপনি ব্যাংক বা ব্রোকারের কাছে গেলেন দেখলে প্রতি ডলার ৮৫ টাকা করে ব্রিক্রি হচ্ছে। আপনি বিক্রি করলেন। এক্ষেত্রে আপনার লাভ হলো ডলার(USD) প্রতি ৫টাকা এবং ১০০ ডলার বিক্রি করে ১০০*৫=৫০০ লাভ হলো। আর এভাবেই আপনি ফরেক্স ট্রেডিং করে আয় করতে পারবেন।

 এটি কেবল সাধারণ কথা। ফরেক্স ট্রেডিং এর থেকেও বড় কিছু এবং বড় প্রফিট আয়ের উৎস হতে পরে। আসুন জানার চেষ্টা করি। 

প্রথমে জানব কারেন্সি বা মুদ্রার মূল্য কেন বাড়ে এবং কমে?

এই বিষয়টা আসলে খুবই জটিল এবং নানা কারণে ঘটে থাকে।তবে আমরা সহজ মাধ্যমে জানার চেষ্টা করব।

একটি দেশে প্রতিদিন হাজারো কোঃ বিভিন্ন দেশে বিনিয়োগ করে, পন্য বেচা কেনা করে। এতে করে তাদের প্রয়োজন হয় অনেক বড় এমাউন্টের বিদেশি মুদ্রার৷ ধরুণ বাংলাদেশের একটি কোঃ বিদেশে পন্য রপ্তানি করলো। এতে করে ঐ দেশের ক্রেতার

Forex Market
pic credit: Pixels

বাংলাদেশি টাকার প্রয়োজন হবে। তার মানে ঐ দেশে টাকার চাহিদা বৃদ্ধি পাবে। এতে করে বাংলাদেশী টাকা ঐ দেশের টাকার তুলনায় শক্তিশালী হতে থাকবে অর্থাৎ দাম বৃদ্ধি পাবে।  যখন অধিক মানুষ ডলার দিয়ে টাকা কিনবে তখন টাকার দাম বৃদ্ধি পাবে। আর এই দাম সর্বদা পরিবর্তনশীল, বলতে গেলে প্রতি সেকেন্ডে পরিবর্তন হয়। এছাড়াও ইন্টারেস্ট রেট, মুদ্রাস্ফীতি ইত্যাদিও ফরেইন এক্সচেঞ্জে প্রভাব ফেলে।

ফরেইন এক্সচেঞ্জ মার্কেট কি?

এখন আপনি বুঝলেন ফরেক্স ট্রেডিং কি। আপনি কোথায় গিয়ে ট্রেড করবেন? এর জন্য রয়েছে ফরেইন এক্সচেঞ্জ মার্কেট ( Foreign Exchange Market )ফরেইন এক্সচেঞ্জ মার্কেট বিশ্বব্যাপী একটি ডিসেন্ট্রাইলজড বা Over-The-Counter(OTC) মার্কেট। স্টক মার্কেটের মত সেন্ট্রাল কোনো অথরিটি থাকে না। যেখানে বৈদেশিক মুদ্রা কেনা বেচা হয় তাকে ফরেইন এক্সচেঞ্জ মার্কেট বলে। যেমনঃ ব্যাংক, ব্রোকার বা কোনো প্রতিষ্ঠান। এটি অফলাইন অথবা অনলাইন হতে পারে। ফরেইন এক্সচেঞ্জ মার্কেট বিশ্বের সর্ববৃহৎ তরল বাজার বা লিকুইড মার্কেট যেখানে

ফরেইন এক্সচেঞ্জ মার্কেট
Pic credit : Pexels

প্রতিদিন ট্রিলিয়ন ডলার লেনদেন হয়।টেকনোলজির উন্নতির ফলে এখন ঘরে বসেই ট্রেডিং করা সম্ভব হয়েছে। ফরেক্স ট্রেডাররা সাধারণত অনলাইন ব্রোকার ব্যাবহার করে। কারণ এতে আপনি যেকোনো সময় যেকোনো যায়গায় থেকে ইন্টারনেটের মাধ্যমে ট্রেড করতে পারবেন। বিভিন্ন অনলাইন ব্রোকারের সাহায্যে কারেন্সির মূল্য উঠা-নামাকে কাজে লাগিয়ে ট্রেডাররা প্রফিট গেইন করতে পারবেন। স্টক মার্কেটে শুধুমাত্র শেয়ারের দর বৃদ্ধি হলেই প্রফিট হয় কিন্তু ফরেক্স ট্রেডিং এ মূল্য হ্রাস বৃদ্ধি দুটোকেই কাজে লাগিয়ে ফ্রফিট আনা সম্ভব। 

ফরেক্স ট্রেডিং কাদের জন্য? ফরেক্স ট্রেডিং কীভাবে করব?

ফরেক্স ট্রেডিং যে কেউ করতে পারবে। এর জন্য আপনাকে ডিগ্রি ধারন করতে হবে না। ফরেক্স ট্রেডিং করতে আপনার দরকার হবে কিছু টাকা এবং অনেক অনেক বেশি জ্ঞান। ট্রেডিং শুরু করতে ১০০ ডলার সমপরিমাণ অর্থই যথেষ্ট। এর চেয়ে কমেও করা যায় তবে তাতে বেশি ফ্রফিট হবে না। তবে ফরেক্স ট্রেডিং করতে আপনাকে অনেক বেশি এক্সপার্ট হতে হবে। এটি যেমন আপনাকে প্রফিট এনে দিতে পারে তেমনি আপনাকে ক্ষতির সম্মুখীনও করতে পারে। সেই ক্ষতি থেকে বাচতে হলে ফরেক্স সম্পর্কে এক্সপার্ট লেভেলের জ্ঞান থাকা আবশ্যক।

ফরেক্স ট্রেডিং-এ ঝুকি বা রিস্ক কতটুকু? 

ক্যারেন্সি মার্কেট পৃথিবীর সব থেকে বড় লিকুইড মার্কেট। এখানে ট্রেডিং করতে আপনার নির্দিষ্ট একটি ইনভেস্ট এর প্রয়োজন হবে৷ যাকে বলা হয় মার্জিন। যখন আপনি ১০০ ডলার বা তার বেশি দিয়ে ইনভেস্ট করবেন তখন আপনাকে এই টাকা লস হওয়ারও

Forex Loss
Pic Credit: Pexels

সম্ভাবনাও থাকবে। প্রতিটি ট্রেড যে আপনাকে ফ্রফিট দিবে তা না। বেশিরভাগ ফরেক্স ট্রেডাররা প্রফিট গেইন করতে পারে না। এর কারণ হচ্ছে মার্কেট সম্পর্কে যথেষ্ট ধারণা না থাকা, ভুল স্ট্র‍্যাজিটি গ্রহণ করা, তাড়াহুড়ো করা, আবেগের বশে ট্রেড করা ইত্যাদি।  

ফরেক্স থেকে কত টাকা আয় করা সম্ভব? 

এটি নির্ভর করছে আপনার মার্জিন এবং ট্রেড সংখ্যার উপর। আপনি কতটাকা ইনভেস্ট করছেন এবং মাসে কতটি ট্রেড করছেন। তবে অবশ্যই আপনার ক্যাপিটালের উপর রিস্ক ম্যানেজ করে ট্রেড করবেন। একজন ডিসিপ্লিন বিগেইনারও ১০০০ ডলার বা তার বেশি আয় করতে পারে প্রতিমাসে। 

আমি ফরেক্স ট্রেডিং কীভাবে করব?

প্রথমে আপনাকে ট্রেডিং সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে৷ ফরেক্স ট্রেডিং শিখতে হবে। ভালো স্ট্রাজিটি আয়ত্ত করতে হবে। আপনি চাইলে অনলাইনে ফ্রি কোর্স বা পেইড কোর্স করতে পারেন৷ যখন আপনি ট্রেডিং মোটামুটি আয়ত্ত করতে পারবেন। আপনি বিভিন্ন ওয়েবসাইট বা এপ এর মাধ্যমে ডেমো ট্রেড করতে পারবেন। বিভিন্ন এপ্লিকেশন রয়েছে যেগুলোতে আপনি ট্রেডিং প্র‍্যাকটিস করতে পারবেন কোনো টাকা ছাড়া। সেগুলো কেবল বিগেইনারদের জন্য ট্রেডিং আয়ত্ত করার ডেমো ট্রেডিং। যদি দেখেন আপনি ভালো করছেন তাহলে আপনি কিছু টাকা দিয়ে ভালো ব্রোকারের মাধ্যমে ট্রেডিং স্টার্ট করতে পারবেন। নয়ত ফরেক্স ট্রেডিং আপনার জন্য না। 

ফরেক্স ট্রেডিং সম্পর্কে কিছু ভুল ধারণা :

অনেকেই মনে করে ফরেক্স ট্রেডিং স্ক্যাম। আসলে এটি স্ক্যাম না। অনেকেই ভুল ট্রেড করে, সঠিক সিদ্ধান্ত নিয়ে ব্যার্থ হয়, ফ্রড বোকারের শিকার হয় ইত্যাদি ইত্যাদি ।আর এসব কারণে যখন ক্ষতি সম্মুখীন হয় তারা মুখ ফিরিয়ে বলে এটি স্ক্যাম। অথবা বলে আসলে ফরেক্স থেকে আয় করা সম্ভব না। আবার অনেকেই বলে এটি জুয়া বা গ্যামব্লিং বা সুদের মতো, ইসলামের দৃষ্টিতে এটি হারাম। আমার মতে এটি অবশ্যই জুয়া না। এখানে আপনি টাকা বেচা কেনা করছেন। আপনি কোনো কিছু থেকে সুদ বা মুনাফা নিচ্ছেন না অথবা জুয়া খেলছেন না। আপনি আপনার দক্ষতা কাজে লাগাচ্ছেন  এবং আয় করছেন। ফরেক্স বাংলাদেশে বৈধ না অবৈধ সে বিষয়েও রয়েছে নানা কথা। বাংলাদেশ থেকে ফরেক্সে অনেক মানুষ ট্রেড করছেন। যদিও এটিকে কেন্দ্রীয় ব্যাংক স্বীকৃতি দেয় নি। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক থেকে বৈদেশিক মুদ্রায় লেনদেনের করার জন্য অনুমোদিত লাইসেন্স প্রাপ্ত ডিলার, মনিচেঞ্জার ছাড়া অন্য সব ব্যক্তি, প্রতিষ্ঠান এর মাধ্যমে বৈদেশিক মুদ্রার বিক্রয় করা যায় না। ১৯৪৭ সালের ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন  অনুযায়ী এইসব মাধ্যমে মুদ্রা ক্রয়-বিক্রয় করা অবৈধ। এসবের মূল কারণ হচ্ছে দেশের মধ্যে কিছু অসাধু লোক নানা ধরনের লোভ দেখিয়ে ফরেক্সে প্রশিক্ষণ ও ইনভেস্ট করতে উৎসাহ করছে। 

ফরেক্স ট্রেডিং টিপসঃ 

ফরেক্স ট্রেডিং রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে জানুন

– প্রতিটি ট্রেড এ ১% এর কম রিস্ক রাখুন।

– এক্সপার্টদের সাহায্য নিন

– অবশ্যই রিক্সকের তুলনায় ফ্রফিট বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে এমন কারেন্সি পেয়ারে ট্রেড করুন

– অবশ্যই খুব ভালো ইন্টারনেট কানেকশন রাখুন

– স্লো এন্ড স্টেডি থাকুন

– ভালো ট্রেডিং পার্টনার চুজ করুন

– অবশ্যই মার্কেট ভালোভাবে এনালাইস করুন। 

– ভালো মানের UI ব্যাবহার করুন।

– বিভিন্ন জায়গায় লোভনীয় ব্রোকারদের বিজ্ঞাপনের প্রয়োচনায় পড়ে যাবেন না।

– ফরেক্স ভালোভাবে জানুন, বুঝুন তার পর শুরু করুন।

সর্বোপরি ফরেক্স যেমন আপনাকে হিউজ লাভ এনে দিতে পারে৷ তেমনি আপনি আপনার সব টাকা হাড়াতেও পারেন৷ তাই শুধু মাত্র আবেগের বসে এই ফ্লারেটফর্মে ঢুকে পড়বেন না। কারো প্রয়োচনায় পড়ে তো অবশ্যই না।ফরেক্স একটি আন্তর্জাতিক মার্কেট এবং এটি বছর বছর ধরে টিকে রয়েছে। তাই ফরেক্সে কাজ করতে হলে অবশ্যই অসাধু লোক বা প্রতিষ্ঠান থেকে সাবধান থাকতে হবে। 

পরবর্তীতে আমরা ফরেক্স ট্রেডিং এর প্রতিটি টপিকের উপর ভালোভাবে ইন-ডেপথ আলোচনা করব। তাই আমাদের কোনো লেখা মিস করতে না চাইলে ব্লগটি সাবসক্রাইব করে রাখুন। আপনার ইমেইলে অটোমেটিক মেইল চলে যাবে সবার প্রতিটি লেখার। কোনো প্রশ্ন বা মতামত জানাতে চাইলে কমেন্ট করুন। আপনার বন্ধুদের সাথে সেয়ার করুন।

ধন্যবাদ সবাইকে।

আসসালামু আলাইকুম।

The post ফরেক্স ট্রেডিং কি ? ফরেক্স সম্পর্কে বিস্তারিত আলোচনা । What is Forex Treading appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/3f2PbdY
via IFTTT

Comments