আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এন্ড্রয়েডের অন্যতম গেম Talking Tom 2 এর জাভা অ্যাপ ভার্সন টি। এই গেমটি সম্পুর্ণ মোড গেম। এই গেমটি খেলে আপনারা এন্ডয়েডের মজাই পাবেন। আমি গেমটি নিজে মোড করেছি এবং নাম দিয়েছি Java Talking Tom 2
কিভাবে Talking Tom 2 এর জাভা অ্যাপ গেমটি খেলবেন
- প্রথমে গেমটি ডাউনলোড করে নিন। ডাউনলোড লিংক পোস্টের শেষে পেয়ে যাবেন।
- গেম ডাউনলোড করার পর গেমটি ওপেন করবেন। তারপর আপনাদের সামনে একটা পেজ ওপেন হবে উপরের স্ক্রিনশট এর মতো। সেখানে আপনারা 5 এ ক্লিক করবেন।
- তারপর নতুন একটা পেজ আসবে সেখানে ৫-৬ সেকেন্ড লোডিং নেবে।
- তারপর আপনাদের গেমে নিয়ে আসবে।
- তারপর আপনারা ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, এ ক্লিক করে গেমটির সম্পূর্ণ মজা নিতে পারবেন।
কোন বাটনের কি কাজ
- ‘1’ এই বাটনটি গেম চলা কালিন ক্লিক করলে টমের পেটে পাঞ্চ মারা হবে।
- ‘2’ এই বাটনে ক্লিক করলে টমকে থাপ্পড় মারা যাবে। ‘3’ এ ক্লিক করলে টম হাই তুলবে।
- ‘4’ এ ক্লিক করলে টমের পায়ে ব্যাথা লাগবে।
- ‘5’ এ ক্লিক করলে টম গ্যাস(পাদ) দিবে
- ‘6’ এ ক্লিক করলে টম হাচি দিবে।
- ‘7’ এ ক্লিক করলে টম কথা বলবে। এর জন্য ১ম এ ৭ এ ক্লিক করবেন তার পর কথা বলবেন। বলা শেষ হলে আবার ৭ এ ক্লিক দিবেন। টম কথা বলা শুরু করবে। তবে জাভার কিছু কিছু নোকিয়া ফোনেই শুধু কথা শোনা যাবে। কারন জাভার সব আইটেল বা সিম্ফনি ফোন গুলোতে গেমিং অডিও সিস্টেম নেই। যে গুলোতে গেমিং অডিও সিস্টেম আছে সেগুলোতেই শুধু কথা শোন যাবে।
- ‘8’ এ ক্লিক করলে টম দুধ খাবে।
কিছু স্ক্রিনশট দেখুন
তো গেমটি ভালো লাগলে এখান থেকে ডাউনলোড করে নিন।
Java Talking Tom 2 Download
Trickbd এর মত আমার একটি ওয়েবসাইট আছে নাম ShopTips24.CoM সবার কাছে অনুরোধ থাকবে আপনি আমার এই ShopTips24.CoMওয়েবসাইট ভিসিট করে আসবেন।
এই পোস্টটি shoptips24.com ওয়েবসাইটে প্রথম করা হয়েছে।
পোষ্টি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন ধন্যবাদ!
-ধন্যবাদ পুরো পোস্ট পড়ার জন্য।
The post জাভা ফোনের জন্য নিয়ে নিন Talking Tom 2(Mod) appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/3llyw9z
via IFTTT
Comments
Post a Comment