ইমেইল পরিবর্তন
অনেকেই আছেন দীর্ঘদিন ধরে আমাদের মেইল করছেন ইমেইল চেঞ্জের বিষয়ে।
কিছু জটিলতা এবং প্রতারণার আশঙ্কায় এই বিষয়টি সরাসরি এডমিনদের দ্বারা পরিচালিত হয়ে আসছে।
ফলে শতশত ইস্যু/মেইলের ভীড়ে এই বিষয়টিতে সাপোর্ট খুব কম মেম্বারই পেয়েছে।
তবে, সকলের চাহিদার কথা বিবেচনায় এনে আমরা আপনাদের একটি ফর্ম প্রদান করছি যেটি সঠিকভাবে পূরণ করলে আপনি আপনার ট্রিকবিডি একাউন্টের মেইল চেঞ্জ করতে পারবেন।
এই ফর্মটি পূরণের সময় অবশ্যই খেয়াল রাখবেন যেনো কেনো তথ্য ভুল না হয়।
অন্যথায় আপনার আবেদন না-মঞ্জুর হতে পারে।
বিস্তারিত নির্দেশনা ফর্মে দেখতে পাবেন।
এই ফর্মটি আপনার আইডির জন্য ভেরিফিকেশন মেথড ও বলতে পারেন।পরবর্তীত সময়ে একই তথ্য দিতে না পারলে কোনো আবেদন গৃহীত হবেনা।
সুতরাং এই সিস্টেমে প্রতারণা শতভাগ এড়ানো যাবে।
আমরা চাই না কোনো সম্মানিত লেখক অনাকাঙ্ক্ষিতভাবে তার প্রিয় আইডিটি হারিয়ে ফেলুক।
তাই কিছু গুরুত্বপূর্ণ ও ব্যক্তিগত তথ্য চাওয়া হবে।
তবে তথ্যের নিরাপত্তা ও সুরক্ষার ব্যাপারে শতভাগ নিশ্চিন্ত থাকা যাবে।ফর্ম লিংক: Email Change Form
ক্যাটাগরি আপডেট
ট্রিকবিডিতে আপনাদের পরামর্শের ভিত্তিতে মুভি রিভিউ নামক একটি ক্যাটাগরি এড করা হয়েছে।
এখন থেকে আপনারা ঐ ক্যাটাগরিতেই মুভি রিভিউ পোস্ট করবেন।
তাছাড়া যারা আগে মুভি রিভিউ পোস্ট করেছেন তাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা দয়া করে ক্যাটাগরি ঠিক করে নেবেন।
কিছুটা সময় ব্যয় করে এই কাজটা করলে পরবর্তীতে উপকৃত হবেন।
রিওয়ার্ড/বোনাস সিস্টেম
ইদানীং অনেক লেখক দেখা যাচ্ছে দিনে অনেকগুলো পোস্ট করছেন কিন্তু যা মানসম্মত নয়।
তাই সকলের প্রতি অনুরোধ থাকবে আপনারা পরিমাণে কম হলেও মানসম্মত পোস্ট করুন।
অনেকে দেখবেন পোস্ট করে কম কিন্তু রিওয়ার্ড পায় বেশি।
আবার অনেকে বেশি পোস্ট করেও এক্সট্রা কোনো রিওয়ার্ড পায় না।
এটা আসলে আপনাদের কারণেই হয়ে থাকে।
যদি মানসম্মত পোস্ট করেন তাহলে আমরা চেক করে যদি পরিচ্ছন্ন একাউন্ট দেখি তাহলে ৫০-১০০ টাকা ও এক্সট্রা বোনাস এড করে দিই।
এর সাথে তো রেগুলার পেমেন্ট পাবেনই।
বিষয়টি বেশিরভাগেরই জানার কথা না।
এখন থেকে চেষ্টা করবেন যাতে আপনার একাউন্ট পরিচ্ছন্ন থাকে এবং পোস্টগুলো নীতিমালা অনুযায়ী মানসম্মত হয়।
আর হ্যাঁ, আগের পোস্টগুলোর ক্যাটাগরি ঠিক করে নেবেন।
স্পেশাল আপডেট
আশাকরি আপনারা support@trickbd.com থেকে নিয়মিত মেইলের রিপ্লাই পাচ্ছেন এবং ট্রিকবিডিতে প্রতিনিয়ত নতুন নতুন লেখক আসছে।
আমরা সবকিছুকে পুনরায় ঢেলে সাজাতে চেষ্টা করছি।
হয়তো সামনে ট্রেইনার কম্পিটিশন ও আসতে চলেছে।
তাই সকলে এখন থেকে এলার্ট হোন।
যারা নিয়মিত একটিভ থাকবেন, তাদেরকে স্পেশাল কিছু প্রায়োরিটি দেয়া হবে।
এখনো দেয়া হয়। যেমন, তারা মেইল দিলে আমরা সেটাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করি এবং পরামর্শ/অভিযোগগুলো খতিয়ে দেখি।
তাই সবাই চেষ্টা করবেন ট্রেইনারদের উৎসাহ দিতে এবং অসংগতি দেখলে অভিযোগ জানাতে।আপনাদের মধ্যে যারা লিডার বোর্ডের টপ ২০ তে আছেন তারা দয়া করে hellotrickbd@gmail.com তে আপনার আইডি লিংক এবং লিডার বোর্ডে পজিশনের স্ক্রিনশট সহ মেইল করবেন।
পরবর্তীতে কেউ এই পজিশনে এলেও মেইল করবেন।
আজ এতটুকুই রইলো। পরবর্তী আপডেট জানিয়ে দেয়া হবে।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ট্রিকবিডির সাথেই থাকুন।
The post [Official] ইমেইল পরিবর্তন ও কিছু নতুন আপডেট। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/3qYBFN2
via IFTTT
Comments
Post a Comment