মুখে বললে কম্পিউটারে লেখা হয়ে যাবে বাংলাসহ যেকোনো ভাষায় || কষ্ট করে টাইপ করতে হবেনা।

আসসালামু আলাইকুম 

আমরা ‍দিন দিন প্রযুক্তি উপর নির্ভরশীল হয়ে পড়তেছি আর প্রযুক্তি আমাদের জীবনকে করে দিয়েছে আরও সহজ সরল ।
ট্রিকবিডি আমাদের সুযোগ করে দিয়েছে নিত্য নতুন প্রযুক্তি জানার এবং শেয়ার করার  ।

সবাই সব কিছু জানেনা অনেকে আছে অনেক এডভ্যান্স আবার অনেকে আছে অনেক পিছিয়ে তাই আজকে আমি যেটা শেয়ার করতে যাচ্ছি অনেকে হয়তো জানেন বাট আমার লেখাটা যারা জানেনা তাদের জন্য।

তো চলুন শুরু করা যাউক।

ভয়েজ টাইপিং হলেও খুব ভালভাবে এবং দ্রুত লেখা হয়ে যাবে।

আপনার পিসি বা ল্যাপটপে ক্রোম বা ফায়াফক্স ব্রাউজারটা অপেন করুন এবং একটা ‍জিমেইল লগিন করে নেন তারপর এখানে ক্লিক করুর

নিচের মত আসবে।

Blank এ ক্লিক করুন।

তারপর এইরকম আসবে।

তারপর Tool এ ক্লিক করুন।

তারপর  Voice typing ক্লিক করুন।

এখানে ক্লিক করে Language Change করে বাংলা সিলেক্ট করে দেন।

এখানে ক্লিক করে কথা বলা দেখবেন লেখা হয়ে যাচ্ছে।

আবার এখানে ক্লিক করলে ভয়েজ টাইপিং বন্ধ হয়ে যাবে।
লেখা শেষ হলে এগুলা আপনারা কপি করতে পারেন অথবা ডাউনলোড করতে পারবেন docx, pdf, txt সহ অনেক ফরম্যাটে।
File=>Download=> Select file extension and enjoy

আশা করতেছি পোস্টটা আপনাদের উপকারে আসবে ।

কোনো সমস্যা বা মতামত থাকলে জানাতে পারেন।

একটু অসচেনতা বয়ে আনতে পারে আপনার এবং পরিবারের জন্য মহাবিপদ!!! নিজে নিরাপদে থাকুন এবং ফ্যামিলিকে নিরাপদে রাখুন ।

আর ট্রিকবিডির সাথেই থাকুন।

ধন্যবাদ।

The post মুখে বললে কম্পিউটারে লেখা হয়ে যাবে বাংলাসহ যেকোনো ভাষায় || কষ্ট করে টাইপ করতে হবেনা। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/2TzQTMt
via IFTTT

Comments