[AJ-SUPER JAVA] (java Opera Download Problem Solved) অপেরা মোড জাভা অ্যাপ থেকে ডাউনলোড করতে গেলে কী ইরোর মেষেজ বা problem reading from server আসে? সমাধান![java-opera]











প্রথমে অপেরা মিনি মোড জাভা অ্যাপে প্রবেশ করুন। এবার আপনি ফোনকি তে যান,বা যে সাইট থেকে ডাউনলোড করতে গেলে ইরোর আসে ওই সাইটে যান। এবার আপনার কাঙ্খিত ফাইল টি নিবাচন করুন,যেমন আমি ফোনকি থেকে এ অ্যাপ টি ডাউনলোড করবো। তারপর নিবাচনকৃত ফাইলটির ডাউনলোড লিংকে ক্লিক করুন। অপশন দেখতে পাবেন,ক্লিক করুন। ডাউনলোডে ক্লিক করুন। এবার হচ্ছে আমাদের আসল কাজ,এবার সস এর মতো যে বক্সটি আছে এবং বক্সটির ভিতর একটি লিংক রয়েছে,বক্সটিতে ক্লিক করুন। একবারে সবার প্রথমে চলে আসুন। খেয়াল করুন এখানে https:// রয়েছে। এখানকারhttp(s) থেকে sটা কেটে দিন। এরকম হবে http:// । এবার ডাউনলোড করুন।

prof:(বি দ্র :সস তোলার সুবিধাথে পস করে রেখেছি)।


বাহ আপনি তো শিখে গেলেন,অভিনন্দন আপনাকে।

আপনি নিশ্চয়ই মনে মনে ভাবছেন এতো সহজ একটা ট্রিক।

শেষাংস


আজ আর নয়,এই ছিলো আজকের আটিকেল। আশা করছি আপনার উপকারে আসবে। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করুন তার সাথে ফ্রিতে লাইক দিয়ে দিন। আর একটা কথা এটা আমি নিজে বের করেছি কোনোপ্রকার কারো কাছ থেকে সাহায্য নেই নী। ধন্যবাদ আপনাকে।



আসসালামু অলাইকুম(আপনার উপর শান্তি বষিত হোক)।

খোদা হাফেজ।

The post [AJ-SUPER JAVA] (java Opera Download Problem Solved) অপেরা মোড জাভা অ্যাপ থেকে ডাউনলোড করতে গেলে কী ইরোর মেষেজ বা problem reading from server আসে? সমাধান![java-opera] appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/37aGr11
via IFTTT

Comments