হ্যালো , আসসালামুআলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভাল আছেন। আমি সানাউর আসিফ, তো চলুন শুরু করা যাক আজকের টপিক।
Topic : Music / Song Detector By Track
তো প্রথমে প্লে স্টোর থেকে নিচের অ্যাপসটি ইন্সটল করে নিন।
এবার অ্যাপস টি ওপেন করলে নিচের মত ইন্টারফেস দেখতে পাবেন। এর নিচে একটি পপ-আপ মেনু দেখতে পাবেন। ওখান থেকে Turn On এ ক্লিক করুন।
এবার বাম কোনার Library বাটনে ক্লিক করুন।
সেটিংস আইকনে ক্লিক করুন।
এখানকার সবগুলো বাটন অন করে দিন।
এবার অ্যাপস টি মিনিমাইজ করে বের হয়ে গেলে এরকম একটি ফ্লোটিং আইকন দেখতে পাবেন।
এবার আপনার ফোনটি আশেপাশে অথবা আপনার নিজের ফোনে একটি মিউজিক বা গান প্লে করুন।
প্লে করার পর ফ্লোটিং আইকনটিতে ক্লিক করুন।
তো দেখুন এখানে আমি Faded গানটি প্লে করেছি এবং অ্যাপসটি কিন্তু এই নামটি দেখাচ্ছে।
এবং এখানে দেখতে পাচ্ছেন গানের সাথে সাথে লিরিক্স উঠছে।
ফ্লোটিং আইকনটির ওপর আবার ক্লিক করে গানের সমস্ত ইনফরমেশন দেখতে পাবেন।
My YouTube Channel
Me On Facebook
পোস্টটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং কোন সমস্যা হলে সেটাও কমেন্টে জানাবেন । ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।
The post [ROC-X:02] যে কোনো গান বা মিউজিক শুনেই বের করে নিন গানটির নাম, আর্টিস্ট এর নাম এবং লিরিক্স | appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/3bCz7i1
via IFTTT
Comments
Post a Comment