[Hot Post] এবার জাভা ফোন দিয়েই যেভাবে যেকোন ছবি যেকোন রিজুলিউশনে রিসাইজ করুন!

আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো কারণ যারা ট্রিকবিডির সাথে থাকে তারা সাধারণত ভালোই থাকে।

..
এটা আমার ট্রিকবিডিতে ১ম পোস্ট। তাই পোস্টের কোথাও ভুল হলে অবশ্যই জানাবেন। আমি ভুলটা ঠিক করার চেষ্টা করব।
..
# আমি জানি আপনারা সকলেই অনেক জ্ঞানী ও বুদ্ধিমান। সকলেই জানেন যে ব্যবহার ই হলো বংশের পরিচয়। তাই এমন ব্যবহার করবেন না যাতে কারো মন খারাপ হয়।
..
# পোস্ট টা যদি আপনাদের ভালো লাগে উৎসাহ দিতে ভুলবেন না। কারণ উৎসাহ দিলে লেখক আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করে।
..
আজ আমি আপনাদের শেখাবো কীভাবে জাবা ফোনে যেকোন ছবিকে রিসাইজ করবেন। তো চলুন শুরু করা যাক-
.
প্রথমে এই লিংকে ঢুকবেন। তারপর নিচের ছবির মতো দেখতে পাবেন।

.
এখানে http:// লেখা লিংকটাতে যে ছবি রিসাইজ করবেন সেটির ডাইরেক্ট লিংক পেস্ট করবেন। তারপর Go লেখায় ক্লিক করবেন।

.
তারপর এরকম আসবে। বক্সে ছবির অরিজিনাল সাইজ লেখা আছে।

.
যে সাইজে রিসাইজ করবেন তা লিখে ওকে লিখে ওকে করবেন। তাহলে ছবি রিসাইজ হয়ে এরকম আসবে।

.
তারপর নিচের দিকে স্ক্রল করে This Device লেখায় ক্লিক করে রিসাইজকৃত ছবিটি ডাউনলোড করবেন।
.

জাভা ফোন লিখেছি তাই পোস্টটি বেশি বড় করতে পারিনি। তাই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

The post [Hot Post] এবার জাভা ফোন দিয়েই যেভাবে যেকোন ছবি যেকোন রিজুলিউশনে রিসাইজ করুন! appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/38QPQeH
via IFTTT

Comments