[CryptoTalks-01] Smart Contract কি ও এটির ব্যাবহার

আমারা যারা Crypto Currency সম্পর্কে জানি তারা একবার হলেও Smart Contract এর নাম শুনেছি। আজকে জানব এটি কি, কিভাবে কাজ করে ও এর আবিস্কার সম্পর্কে।

 

Smart Contract কি?

What Are Smart Contracts? [Ultimate Beginner's Guide to Smart Contracts]

 

আমরা অনেকেই Smart Contract এর নাম শুনেছি। আজকে আমরা জানতে পারব, Smart Contract কি?

Smart Contract হলো একটি চুক্তির মত। এতিতে একটি selft-executing কোড থাকে। এটি পুরো BlockChain নেটওয়ার্ক জুড়ে রয়েছে।

Smart Contracts — A Time Saving Primer | Hacker Noon

 

ধরেন আপনি সেলার। আপনি একটি Token সেল করবেন একজন বাইয়ারের কাছে। কিন্তু আপনি Buyer কে বিশ্বাস করেন না আবার Buyer আপনাকে বিশ্বাস করে না। এখন এর সমাধান হল Smart Contract ।

Smart Contract এ আপনি যখন আপনার টোকেন সেনড করবেন তখন কোডটি Automatically আপনাকে Buyer এর Token টা আপনাকে ও আপনার টোকেন টা Buyer কে সেন্ড করে দিবে। আশাকরি এবার বুঝেছেন Smart Contract কি।

What is Smart Contract in Blockchain Technology?

 

Smart Contract এর ব্যাবহার

আপনি আপনার অজান্তেই Smart Contract ব্যাবহার করেন। হ্যাঁ সত্যিই।
আমরা যখন কোন Crypto Swapper Use করি যেমন JustSwap.io
তখন কিন্তু এই Smart Contract Use হয়।

কিভাবে?

আমরা যখন আমাদের টোকেন যেমন TRX (Tron) কে USDT (Trc-20) এ Swap করি তখন কিন্তু আমরা এই Smart Contract Use করি। আমরা Trx কে একটা Smart Contract এ পাঠাই। সেই Smart Contract আমাদের Usdt দিয়ে দেয়।

এখন নিশ্চয় বুঝেছেন Smart Contract কি।

Smart Contract এর আবিস্কার

এটি ১৯৯৪ সালে  Nick Szabo নামে একজন এমেরিকান Computer Scientist এটার উদ্ভাবন করেন। ইনি বিটকয়েন এর ১০ বছর আগে বিট গল্ড নামে একটি Virtual Currency তৈরি করেন, যা আমরা কেউ জানি না।

 

আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের পর্বে।

 

Connect with me-

Telegram@troutline1

Twitter@GamerPX1

 

Bye 🙂

The post [CryptoTalks-01] Smart Contract কি ও এটির ব্যাবহার appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/37CEk5I
via IFTTT

Comments