হ্যাক করে ফেলুন যেকোন Wapkiz সাইটের ডিজাইন কোড [100% Working]

আস্সালামু আলাইকুম
আশা করি সবাই ভাল আছেন। আর ভাল না থাকলে ট্রিকবিডি তো আপনাদের সাথে আছেই। নতুন ট্রিক পেতে অবশ্যই প্রতিদিন ট্রিকবিডিতে ভিজিট করবে। আজ আপনাদের সামনে একটি ট্রিক নিয়ে এসেছি যার মাধ্যমে যেকোন Wapkiz সাইটের ডিজাইন কোড আপনারা পেতে পারেন।
কিছু কথাঃ
যারা এই ট্রিকটি সম্পর্কে জানেন তারা পোষ্টটি এডিয়ে চলুন। যারা জানে না শুধু তাদের জন্য এই পোষ্টটি

চলুন শুরু করি

এই ট্রিকটির জন্য আপনাদের html কোড সম্পর্কে প্রাথমিক ধারনা থাকতে হবে। এর জন্য আপনারা google এর সাহায্য নিতে পারেন।
কাজের কথায় আসি.

এই ট্রিকটিতে আপনারা একসাথে সকল কোড পাবেন না। তাই আপনাদের একটু কষ্ট করে পেজ সিলেক্ট করে কোড বের করতে হবে।

স্কীনশটে যে পেজটি দেখতে পারতেছে সেটি সাইটির হোম পেজ অর্থ্যাৎ 0.html।
আমারা এখন এই হোম পেজের কোডগুলো চুরি করব। এর জন্য আপনাদের ওপেরা মিনির হোম পেজে চলে যান এবং বুকমার্কে হোম পেজের লিংকটি সেভ করেন।
বিঃ দ্রঃ ডিরেক্ট সাইটের লিংক দিলে হবে না। যেমনঃ sitename.wapkiz.com এইরকম দিলে হবে না। সেভ করার সময় sitename.wapkiz.com/site-0.html এইভাবে সেভ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন।
এইবার সেভ বুকমার্কটি সিলেক্ট করে স্কীনশট ফলো করুন।


লিংকটি ডাউনলোড করুন।
ডাউনলোড হয়ে গেলে, যে folder এ ডাউনলোড করেছেন এই folder এ প্রবেশ করুন। দেখতে পারবেন site-0.html নামে একটি ফাইল এসেছে।


Menu তে গিয়ে অপেন করুন। (মনে রাখবেন সবসময় Text/WIN এভাবে অপেন করবেন।)

এবার সম্পূর্নটাই আপনাদের হাতে। আমি শুরুতেই বলেছিলাম যে আপনাকে কোড সম্পর্কে ধারনা থাকতে হবে।
এখানে আপনাদের আমি একটু বুঝিয়ে দিচ্ছি। (একটি কথা সেটি হচ্ছে যেকোন পেজের ক্ষেত্রেই হিডার এবং ফুটার কোড সবসময় থাকবে। তাই প্রথমে হিডার এবং ফুটার কোড কপি করে রেখে পরবর্তিতে হিডার ও ফুটার কোড বাদ দিয়ে বাকি কোড গুলোতে কাজ করবেন।)
আমি যে সাইটের কোড চুরি করব সেই সাইটের হিডারে প্রথমে login দিয়ে শুরু এবং search এ গিয়ে শেষ তাই এটি হিডার কোড। তাই আমাকে দেখতে হবে যে কোডে login ক্লাস কোথায় থেকে শুরু হয়েছে এবং search ক্লাস কোথায় শেষ হয়েছে। এবং সেই অনুযায়ী আপনাদের কোড কপি করতে হবে ও ইডিট করতে হবে।


একই ভাবে আপনি ফুটার এবং হোম পেজের কোড ইডিট করে নিতে পারবেন।
সেই সাথে আপনি site-1,site-2,site-3 ইত্যাদির কোড নিতে পারবেন।
অনেকেই বলতে পারেন আপনি শুধু হোম পেজের কোড বের করা শিখালেন বাকি গুলা কিভাবে করব?
উত্তরঃ ঠিক আগের মতই। বুকমার্কে sitename.wapkiz.com/site-1.html দিলে পেজ ১ এর কোড পাবেন ২ দিলে ২ এর কোড পাবেন। এভাবে সম্পূর্ন সাইটের কোড আপনি হ্যাক করে নিতে পারবেন।

আজ এই পর্যন্ত যদি কারো বুঝতে সমস্যা হয় তবে কমেন্ট করবেন।
আমি নতুন তাই ভুল হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং বেশি বেশি ট্রিকবিডিতে ভিজিট করবেন।

ধন্যবাদ।

The post হ্যাক করে ফেলুন যেকোন Wapkiz সাইটের ডিজাইন কোড [100% Working] appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/32QUjf7
via IFTTT

Comments