মোবাইল দিয়ে খুব সহজে ফেসবুক পেইজের কভার ভিডিও সেট করুন। Without PC

আসসালামু আলাইকুম

আশা করি সবাই ভালো আছেন।

আজকের পোস্টের বিষয় হল ফেসবুক পেইজের কভার ভিডিও সেট।

আজকের পোস্টে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা খুব সহজে মোবাইলের মাধ্যমে ফেসবুক পেইজের কভারে ভিডিও সেট করবেন। ফেসবুক পেইজের কভারে ভিডিও সেট করার জন্য কোন পিসির প্রয়োজন হবে না। আশা করি সবার জন্য সুবিধা হবে।

তো চলুন শুরু করা যাক…

প্রয়োজনীয় অ্যাপঃ Chrome Browser

১. প্রথমে আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজার টি ওপেন করুন।

২. ওপেন করা হয়ে গেলে উপরে মেনু থেকে ৩ ডট আইকনে ক্লিক করুন।

৩. ক্লিক করা হয়ে গেলে ডেস্কটপ মোডটি অন করে নিন।

৪. ডেস্কটপ মোড অন করা হয়ে গেলে সার্চ অপশনে web.facebook.com লিখে ইন্টার বাটন ক্লিক করুন।

৫. তারপর আপনার পেইজটি ওপেন করুন

৬. ওপেন করা হয়ে গেলে Switch Now তে ক্লিক করুন।

৭. Skip এ ক্লিক করুন।

৮. তারপর আপনার পেইজটি পুনরায় ওপেন করুন।

৯. ওপেন করার পর আপনার পেইজের কভারের উপরে ভিডিও আইকন দেখতে পাবেন সেইখানে ক্লিক করুন।

১০. তারপর Upload Photo/Video অপশনে ক্লিক করুন।

১১. আপনার ফাইল ম্যানেজার বা গ্যালারি থেকে ভিডিও টি সিলেক্ট করে নিন।

১৩. ভিডিও সিলেক্ট করা হয়ে গেলে উপরে চিহ্নে ক্লিক করুন।

১২. তারপর দেখতে পাবেন আপনার ভিডিও টি আপলোড হচ্ছে।

১৩. আপলোড হলে তারপর Next এ ক্লিক করুন।

১৪. তারপর Publish এ ক্লিক করুন।

১৫. ক্লিক করার পর পুনরায় Publish ক্লিক করুন।

১৬. ব্যাস ডান এবার দেখুন আপনার ফেসবুক পেইজে কভার ভিডিও সেট হয়েছে।

ব্যাস কাজ শেষ ডান।
Note: ফেসবুক পেইজ কভার ভিডিও সেট করার জন্য অবশ্যই আপনাদের ফেসবুক Beta ভার্সন মোড থেকে Classic মোড অন করতে হবে। পোস্টে যা দেখানো হয়েছে।

আশা করি সবার খুব ভালো উপকারে আসবে। সবাই ভালো থাকবেন , ট্রিকবিডির সাথেই থাকবেন । ধন্যবাদ
আল্লাহ হাফেজ ❤

ফেসবুক লিংকঃ https://ift.tt/3jglmpG

The post মোবাইল দিয়ে খুব সহজে ফেসবুক পেইজের কভার ভিডিও সেট করুন। Without PC appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/31k1QCn
via IFTTT

Comments