যেভাবে আপনার কম্পিউটারে .Net Framework 3.5 ইন্সটল দিবেন

আস্সালামুয়ালাইকুম ।  আরো একটি নতুন টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম । এই পোস্টে আলোচনা করবো কিভাবে আপনার কম্পিউটারে .Net Framework 3.5 ইনস্টল দিবেন । তো চলুন শুরু করা যাক ।

সর্বপ্রথমে জেনে নেয়া যাক .Net Framework কীঃ
একটা software একটা ভিত্তির ওপর কাজ করে। visual studio 6.0 বা তার আগের version, c/c++ etc windows এর built-in framework এর ওপর কাজ করে। কিন্তু Visual Studio.NET এর জন্য আলাদা একটা software framework দরকার হয়। এটাই হলো .NET Framework. অনেক সফট ব্যাবহার করতে এটা প্রয়োজন হই।

.Net Framework 3.5 প্রতিটি কম্পিউটারের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় । যদি .Net Framework 3.5 আপনার কম্পিউটারে ইন্সটল করা না থাকে তাহলে আপনি অনেক ধরণের সফটওয়্যার ইন্সটল করতে পারবেন না । যেমন বিজয় বায়ান্নো । অনেকেই .Net Framework 3.5 ইন্সটল দিতে গিয়ে অনেক ধরণের সমস্যার মুখোমুখি হন আবার অনেকের ইন্সটল-ই নেয় না । তাই এই পোস্টে আপনাদের দেখাবো কিভাবে কোনো ঝামেলা ছাড়ায় .Net Framework 3.5 ইন্সটল দিবেন । .Net Framework 3.5 এর সাথে .Net Framework 2.0 and 3.0 অটোমেটিকলি ইন্সটল হয়ে যবে । তবে তার জন্য আমাদের দরকার ইন্টারনেট কানেকশন । যারা অফলাইনে ইন্সটল করতে চান তারা এই ‍লিংক থেকে ডাউনলোড দিয়ে সেটাপ করে নিন । তো চলুন মূল পোস্টে যাওয়া যাক ।

আমি নিচে সম্পূর্ণ প্রসেসটা বলে দিচ্ছি, আপনারা স্ক্রিনশটগুলো অনুসরণ করুনঃ

প্রথমে “Control Panel” অপেন করুন অথবা All programm থেকে সার্চ করুন “Control Panel” তারপর অপেন করুন ।

তারপর “Uninstall a programm”-এ ক্লিক করুন ।

এরপর বামের কোনায় দেখুন লিখা আছে “Turn windows features on or off” সেখানে ক্লিক করুন ।

তারপর দেখুন সর্বপ্রথমে লিখা আছে “.Net Framework 3.5(includes .Net 2.0 and 3.0” তাতে টিক চিহ্ন [Yes] দিয়ে OK তে প্রেস করুন ।

তারপর ক্লিক করুন “Let Windows Update download the file for you”

এরপর প্রয়োজনীয় ফাইল ডাইনলোড হবে । এখানে কিছু সময় লাগবে । ডাউনলোড শেষ হলে নিচের মতো একটি ডায়ালগ বক্স আসবে এবং কম্পিউটার রিস্টার্ট দিয়ে নিন ।

অবারোঃ

যারা অফলাইনে ইন্সটল করতে চান তারা নিচের ‍লিংক থেকে ডাউনলোড দিয়ে সেটাপ করে নিন ।

ডাউনলোড

আজকের মতো এই পর্যন্তই । সবাই আমার জন্য দোয়া করবেন । Trickbd’র সাথেই থাকুন

The post যেভাবে আপনার কম্পিউটারে .Net Framework 3.5 ইন্সটল দিবেন appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/2IbnKkp
via IFTTT

Comments