আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন, সবাইকে স্বাগতম আমাদের নতুন টপ ৫ অ্যান্ড্রয়েড অ্যাপ সিরিজের পোস্টে।
শুরু হয়ে গেল নতুন একটি মাস নতুন মাস উপলক্ষে নতুন কিছু অ্যাপ এর সঙ্গে পরিচয় করিয়ে দিব তাই অবশ্যই পোস্টটি লাস্ট পর্যন্ত দেখুন।
১। volume booster
আপনার ফোনে যদি ভলিউম কম হয় বিশেষ করে হেডফোনে গান শোনার সময় তাহলে অবশ্যই এই অ্যাপটি ব্যবহার করে আপনার ফোনের ভোলিয়াম কিছুটা বাড়িয়ে নিতে পারবেন!
প্রথমেই অ্যাপটি ওপেন করলে অ্যাপের মধ্যে ভলিউম বুস্টার অপশন পাবেন, আর সেটিংস এ যেয়ে সো ভলিউম কন্ট্রোল একটিভ করে দিলে ফোনের ভলিউম সিস্টেম শো করবে,
এবার আপনার ফোনের ভলিউম ইচ্ছামত চাইলেই বাড়িয়ে নিয়া যাবে।
এই সফটওয়্যারটির সাইজ মাত্র ২.৮ মেগাবাইটের মত ডাউনলোড করা যাবে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড লিংক এখানে! https://play.google.com/store/apps/details?id=com.goodev.volume.booster
২। comic and cartoon maker
এটি মূলত একটি ফটো ফিল্টার সফটওয়্যার এখান থেকে চাইলেই অটো ফিল্টার অপশনটি ব্যবহার করে ফটো এডিট করা সম্ভব।
অ্যাপ টি ওপেন করে গ্যালারি থেকে আপনার পছন্দের ফটো টি সিলেক্ট করুন, এরপর নিচের দিক থেকে ফিল্টার গুলো বেছে নিন আর ফিল্টার ব্যবহার করার পর ফটোর পরিবর্তন আপনারা ইন্সট্যান্টলি দেখতে পারবেন।
আর অ্যাপটির সাহায্যে চাইলেই মাল্টি ফটো ব্যবহার করে ফ্রেম তৈরি করা সম্ভব, আরেকটি এই সফটওয়ারের চমৎকার একটি ফিচার, এবং সবকিছু ঠিকঠাক থাকলে নিচের দিক থেকে ফটোটা সেভ বাটনে ক্লিক করে সেভ করে নিন।
ভিডিও ডাউনলোড করার জন্য আপনার ফোনের মধ্যে থাকা গুগল প্লে স্টোরে সার্চ করলেই পেয়ে যাবেন আর সাইজ মাত্র ১৪ মেগাবাইট , ডাউনলোড লিংক https://play.google.com/store/apps/details?id=gr.gamebrain.comica
৩। minma icon pack
আপনার ফোনটি যদি একটু ব্যতিক্রম ভাবে ব্যবহার করতে চান তাহলে এই অ্যাপটি শুধুমাত্র আপনার জন্য, এটি মূলত একটি আইকন প্যাক পরিবর্তনে সাহায্যে আপনার ফোনকে অনেকটা স্টাইলিশ করে তোলে।
আর আপনি চাইলে আপনার ফোনের আইকন প্যাক পরিবর্তন করে আপনার মোবাইলকে অনেক চমৎকার করে ব্যবহার করতে পারেন। এই আইকন প্যাক এ থাকবে প্রায় ৯০০ টির মত ডিফারেন্ট আইকন প্যাক,
এবং ফোনের আইকন প্যাক এর কাস্টমাইজ আমার মত আপনার কাছেও অনেক ভালো লাগবে আশা করি।
আপনি চাইলেই আগের নিয়মে গুগল প্লে স্টোর থেকে মিনি মা আইকন প্যাক নামে সার্চ করলেই পেয়ে যাবেন, আর ডাউনলোড লিংক https://play.google.com/store/apps/details?id=com.minma.icon.free এখানে দিয়ে দিলাম। ও হ্যাঁ আপনি সাইজ মাত্র ১৪ মেগাবাইট!
৪। fast like a fox
এটি মূলত একটি গেমিং অ্যাপ যারা গেম প্রিয় আছেন অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, সুপারফাস্ট গতিতে গেমটি খেলা যায় আর গেম এ অনেকগুলোই লেভেল পাচ্ছেন। অনেকগুলো স্টেজ থাকছে গ্রাফিক্সের কথা বললে মোটামুটি বলা যাই, সেইসাথে চাইলেই আপনি এই গেমটি ফ্রিতেই খেলতে পারেন।
গেমটির সাইজঃ মাত্র ৫৩ মেগাবাইট ডাউনলোড করা যাবে https://play.google.com/store/apps/details?id=com.waybefore.fastlikeafox এই লিংক থেকে।
৫। stylish navigation
এবার আপনি চাইলে আপনার ফোনের নেভিগেশন বার অথবা উইজার্ড সবার থেকে ব্যতিক্রম এবং স্টাইলিশ করে ব্যবহার করতে পারেন, এজন্য অবশ্যই আপনার ফোনে নেভিগেশন বার সাপোর্টেড থাকতে হবে।
অ্যাপটির নাম হচ্ছে স্টাইলিশ কাস্টমার ইজ ইওর নেভিগেশন উইজার্ড, অ্যাপ টি ওপেন করে নেভিগেশন সিলেক্ট করুন এবং ব্যাকগ্রাউন্ড থেকে পছন্দের ব্যাকগ্রাউন্ড টি সিলেক্ট করে নিন,
এছাড়া নেভিগেশন থেকে আইকন ও পরিবর্তন করতে পারবেন আরে স্টাইলিশ উইজার্ড ব্যবহার করার জন্য একটি মধ্যে থেকে উইজার্ড সিলেক্ট করুন তারপর আপনার ফোনের ইন্টারনেট কানেকশন টা অন করে দিন।
নিজের পছন্দমত উইজার্ড ডাউনলোড করা যাবে, নিজের পছন্দমত উইজার্ড ডাউনলোড করা হয়ে গেলে, তারপর প্লাস বাটনে ক্লিক করবেন তারপর হোমপেজে চলে আসুন এবং ডিসপ্লের উপর কিছুক্ষণ হোল্ড করে ধরে রাখুন।
এরপর উইজার্ড সিলেক্ট করে স্টাইলিশ উইজার্ড টি ড্রপ করে দিন ব্যস হয়ে গেল। চাইলেই রিসাইজ করে নিতে পারবেন আর আপনি যদি পরিবর্তন করতে চান তাহলে অ্যাপ থেকে যে কোন একটি উইজার্ড সিলেট করলে অটোমেটিকলি পরিবর্তন হয়ে যাবে।
অ্যাপটি ডাউনলোড লিংক থাকছে https://play.google.com/store/apps/details?id=com.stylish.stylebar এখানে আর সাইজ হচ্ছে মাত্র ২৭ মেগাবাইটের মত!
৬। z audio player
অনেকেই আছেন যারা রাতে গান ওয়াজ কিংবা গজল শুনতে শুনতে ঘুমাতে পছন্দ করেন, কিন্তু সমস্যা হচ্ছে যে আপনি ঘুমিয়ে পড়লেও আপনার ফোনটা তো ঘুমায় না সে চলতেই থাকে,
কিন্তু এখন আপনি চাইলেই আপনার ফোনে টাইম লিমিট করে গান শুনতে পারেন অথবা গজল ওয়াজ যায় শুনুন না কেন।
এর মানে হচ্ছে আপনি একটি নির্দিষ্ট টাইম সেট করে রাখবেন আপনি কি ঘুমিয়ে যাবেন এবং নির্দিষ্ট টাইম এর পর আপনার মোবাইল অটোমেটিকলি মিউজিকটি ও বন্ধ হয়ে যাবে।
জেড প্লেয়ার নামে একটি অ্যাপ ব্যবহার করলে এই কাজটি খুব সহজেই করা যাবে, এটি একটি নরমাল প্লেয়ার অ্যাপটি অন্যান্য সফটওয়্যার এর মতই মিউজিক শুনতে পারবেন।
তবে এর বিশেষ যে সুবিধা সেটি হল টাইম সেট করে মিউজিক শোনা যায়, টাইম সেট করা খুবই সোজা অ্যাপের মধ্যে থাকা স্পিড বাটনে ক্লিক করুন তারপর আপনি যতক্ষণ মিউজিক শুনতে চান ততক্ষণ সিলেক্ট করুন এবং স্টার্ট বাটনে ক্লিক করুন।
এছাড়াও এই সফটওয়্যার এর মধ্যে বিভিন্ন ফিচার আছে যেমন মিউজিক ইকুলাইজার সাউন্ড ইফেক্ট চাইলে আপনার এই গুলো একটু চেক করে দেখতে পারেন।
অ্যাপটি ডাউনলোড করার জন্য পূর্বের মত ফোনের মধ্যে থাকা প্লে স্টোরে চলে যান এবং সার্চ অপশনে টাইপ করুন জেড অডিও প্লেয়ার তাহলে পেয়ে যাবেন আর ডাউনলোড লিংক তো থাকছেই। https://play.google.com/store/apps/details?id=com.jetappfactory.jetaudio আর এই সফটওয়ারের সাইজ ও মাত্র ১৬ মেগাবাইটের মত।
অলরাইট এই ছিল আজকের পোস্ট,ভাল লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন।
সবাই ভালো থাকুন টাটা!
The post ৬টি ইউজফুল অ্যান্ড্রয়েড অ্যাপ | যেগুলোর সাইজ অনেক ছোট কিন্তু খুবই কাজের। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/35mmzZ4
via IFTTT
Comments
Post a Comment