আসসালামু আলাইকুম।
প্রিয় ট্রিকবিডির ভাই এবং বন্ধু গন কেমন আছেন আপনারা। সবার ঈদ কেমন কেটেছে। এবারের ঈদ যার যেমনি কাটুক আলহামদুলিল্লাহ হয়ত ভালো কেটেছে।
–
আজকের এই পোস্টে বিস্তারিত বলব ইমেইজ এডিটর এপ নিয়ে।
তো চলুন বেশি কথা না বলে মূল পর্ব শুরু করি।
–
প্রথমে আপনাদের ইমেজ এডিটর এপটি ইন্সটল করে নিতে হবে। এপ টির নাম হচ্ছে Bengali Image Editor
অ্যাপ টি Play Store পেয়ে যাবেন।
প্লে স্টোর থেকে ডাউনলোড করলে এরকম এডস এবং ওয়াটারমার্ক যুক্ত থাকবে।
–
সরাসরি লিংক থেকে ডাউনলোড করে নিলে ওয়াটারমার্ক ও এডসের ঝামেলা থাকবে না।
° লিংক থেকে ডাউনলোড করার পর এপ টি অপেন করুন
এপটি অপেন করার পর এরকম ইন্টারফেস পাবেন।
–
ইমেজ এডিট বা টেক্সট এডিট করতে + (প্লাস) আইকনে ক্লিক করে লেয়াউট সেলেক্ট করে নিন।
–
লেয়াউট সিলেক্ট করার পর এরকম খালি একটা পেইজ পাবেন এখানেই সব এডিটের কাজ করতে পারবেন।
–
শুধু টেক্সট দিয়ে এডিট করার জন্য New Layer এ ক্লিক করুন।
–
Add Text সিলেক্ট করে Typing Box এ আপনার প্রয়োজনীয় লেখা লিখে নিন
–
English এ লিখলে English সিলেক্ট করুন
Bangla তে লিখলে Bangla সিলেক্ট করুন।
–
টেক্সটের ফন্ট পরিবর্তন করার জন্য font family তে ক্লিক করে inbuilt অপশনে যান।
–
এখান থেকে যে কোন একটি ফন্ট নির্বাচন করে Add এ ক্লিক করুন।
আপনার লেখাটি খালি পেইজে চলে আসবে। এখান থেকে আপনারা কাস্টোমাইজ করে নিতে পারবেন।
–
–
লেখার কালার পরিবর্তন করার জন্য টেক্সটে ক্লিক করলে এরকম আসবে।
এখান থেকে color অপশনে যান।
পছন্দ অনুযায়ী কালার সিলেক্ট করে নিবেন।
–
লেখার সাইজ বড় করার জন্য স্ক্রিনশট এ দেখানো জায়গায় ডানে নিচে টানুন।
অথবা Size /Stroke থেকে লেখা ছোট বড় করতে পারবেন।
_
লেখার পাশে অন্য কালারের Border দেয়ার জন্য স্ক্রিনশট ফলো করুন।
–
–
খালি সাদা পেইজটি তে ব্যকগ্রাউন্ড কালার দিতে চাইলে Background সিলেক্ট করে যেকোন কালার সিলেক্ট করে নিন।
–
ফুল টেক্সট বক্স ছোট বড় করতে চাইলে সাইজে অপশনে ক্লিক করে, করে নিতে পারবেন।
–
–
টেক্সটের সাথে ইমেজ বা ছবি যুক্ত করতে চাইলে
–
–
ছবির ব্যকগ্রাউন্ড রিমুভ করার জন্য Erase অপশনে ক্লিক করে ব্যকগ্রাউন্ড রিমুভ করুন।
–
ইমেইজ টি সংরক্ষণ করতে save অপশনে ক্লিক করুন।
রেজুলেশন সিলেক্ট করে দিন। আপনার save করা ইমেজটি My-works ফোল্ডারে সংরক্ষিত হয়েছে।
–
আরো বিভিন্ন কাজ করতে পারবেন
সব গুলো এক পলকে দেখে নিন।
–
° টেক্সট এডিট করা
° টেক্সটের ফন্ট স্টাইলিশ করা।
° ব্যকগ্রাউন্ড ইমেজ অথবা কালার যুক্ত করা
° টেক্সটে ছবি যুক্ত করা
° ছবির ব্যকগ্রাউন্ড রিমুভ করা।
° ছবি বিভিন্ন ফিল্টার যুক্ত করতে পারবেন।
° GIF বা Animation পিকচার তৈরি করতে পারবেন।
° বিভিন্ন Quotes যুক্ত করা।
° MeMe পোস্ট করার জন্য বিভিন্ন Emoticons যুক্ত করতে পারবেন।
° বিভিন্ন clip Art ডাউনলোড করে যুক্ত করতে পারবেন।
° ছবির উপর কালার ড্রয়িং করতে পারবেন।
° যেকোন ছবি High resolution এ save করতে পারবেন।
° ইউটিউবের জন্য থাম্বনেইল তৈরি করতে পারবেন।
° লোগো ডিজাইন করতে পারবেন।
° ব্যানার তৈরি করতে পারবেন। ইত্যাদি
All Tools Options
–
Quotes
–
Emoticons/ MEME
–
Clip Arts
–
আশা করি পোস্ট টি আপনাদের ভালো লেগেছে। ভুল ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখেবন। কথা হবে পরবর্তী অন্য কোন পোস্ট নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেয।
–
–
আমার ফেইসবুক আইডি
আমার ফেইসবুক পেইজ
আমার ফেইসবুক গ্রপ
The post বাংলাদেশর এই টেক্সট ইমেজ এডিটর অ্যাপটি ব্যবহার করে দেখুন ভালো লাগবেই। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/3mjj6QY
via IFTTT
Comments
Post a Comment