[TERMUX] ডিভাইসকে পোর্টেবল হ্যাকিং মেশিনে পরিণত করুন [৩৫০+ হ্যাকিং টুলস]

হ্যালো ভিউয়ার্স ! প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ TrickBD এর সাথে থাকলে সবাই ভালো থাকে ।  তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য নতুন টিপস । আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।

আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ডিভাইসকে পোর্টেবল হ্যাকিং মেশিনে পরিণত করতে হয়।চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।

প্রয়োজনীয় টুলস–

TERMUX ওপেন করুন এবং কমান্ড দিন

  • apt update

  • apt install git -y

  • git clone https://ift.tt/3jxac0gonex

  • chmod +x onex/install

  • ./onex/install

তখন দেখবেন ইনস্টলেশন শুরু হয়ে গেছে। কিছুক্ষন পর এমন আসবে
অর্থাৎ ইনস্টলেশন কমপ্লিট !! এখন টুলটি চালু করতে টাইপ করুন
  • onex start

 

এখন সব টুল একসাথে দেখতে চাইলে 1 টাইপ করুন । অথবা ক্যাটাগরি অনুসারে টুল দেখতে চাইলে 2  টাইপ করুন। 2 টাইপ করলে আপনি এইরকম ইন্টারফেস পাবেন।

 

এখন যে টুল ইনস্টল করতে চান তার ক্যাটাগরি সিলেক্ট করুন। আমি RED HAWK টুলটি ইনস্টল করবো। এটি ইনফমেশন গ্যাদারিং টুল। তাই তাই আমি 1 টাইপ করবো। আপনারা আপনাদের পছন্দের টুল এর ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন।

দেখুন RED HAWK 42 নম্বর টুল। তাই আমি 42 টাইপ করবো। টাইপ করার পরেই টুলটি ইনস্টল হওয়া শুরু করবে।
টুল থেকে বের হতে আপনি CTRL + C চাপতে পারেন অথবা ম্যানুয়ালি বের হতে পারেন।

হোম ডিরেক্টরি তে টুলটি ইনস্টল হয়ে গেছে । হোম ডিরেক্টরি তে যেতে টাইপ করুন cd ~

এই টুল এর সাহায্যে আপনি ৩৭০ টি টুল ইনস্টল করতে পারবেন। আর এই টুলগুলো ইনস্টল করতে Root পারমিশন লাগে না। আজ এই পর্যন্তই।
Stay Home , Stay Safe

আজ এই পর্যন্তই। নতুন নতুন ট্রিক পেতে TrickBD এর সাথেই থাকুন।

FIND ME ON ,

 FACEBOOK          |          GITHUB          |          INSTAGRAM          |          OTHERS

The post [TERMUX] ডিভাইসকে পোর্টেবল হ্যাকিং মেশিনে পরিণত করুন [৩৫০+ হ্যাকিং টুলস] appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/2ENq7IK
via IFTTT

Comments