নিয়ে নিন শেয়ারইট মোড এপিকে।। আর মুক্তি পান অযথা এমবি খরচের হাত থেকে

আসসালামু আলাইকুম প্রিয় ট্রিকবিডি ভিজিটরগন।

কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন।

এই দুর্যোগপুর্ণ সময়ে সবাই ভালো এবং সুস্থ থাকুন এটাই কামনা।

এই সময়টাতে আমাদের ইন্টারনেটে বিচরণ অনেক বেড়ে গেছে। আর আমরা যারা টাকা দিয়ে সিম কোম্পানিগুলোর কাছ থেকে এমবি কিনি তারা অনেক সচেতন থাকি।

যাতে আমাদের মুল্যবান এমবিগুলো অযথা নষ্ট না হয়। কিন্তু কিভাবে যেন এমবি গুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়।

এই এমবি শেষ করার পেছনে অনেক বড় অবদান রাখে Shareit,,, আমরা সবাই জানি শেয়ারইটে ডেটা কানেকশন চালু না করেই ভিডিও দেখা যায়। কিন্তু এটা হয় কিভাবে?

আমরা যখন ডেটা কানেকশন চালু করে অন্য কোন কাজ করি তখন শেয়ারইট আমাদের মুল্যবান এমবি ব্যবহার করে ভিডিও ডাউনলোড করে।। যা আমরা মোটেও চাইনা। আবার শেয়ারইট আনেক ফিচারসম্পন্ন হওয়ার কারনে আনইন্সটল করে ওল্ড ভার্সনও ব্যবহার করতে পারিনা ।।।

তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে নিয়ে আসলাম এড ফ্রি শেয়ারইট যাতে আছে আসল শেয়ারইটের সব ফিচার।নেই শুধু এড ও লুকিয়ে ভিডিও ডাউনলোড হওয়ার ঝামেলা।

তো দেরি না করে এখনই ডাউনলোড করুন মোড করা শেয়ারইট

Google drive Download

Accept করুন

পারমিশনগুলো দিয়ে নিন

আপনার নামম সেট করুন

এখন আমরসে ইউস করুন


তো সবাই ভালো থাকবেন ও সচেতন থাকবেন।
আসসালামু আলাইকু।।।

ফেসবুকে আমি

Zakaria Hossen

The post নিয়ে নিন শেয়ারইট মোড এপিকে।। আর মুক্তি পান অযথা এমবি খরচের হাত থেকে appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/3l8Bj39
via IFTTT

Comments