ডার্কওয়েবে হ্যাকারদের সাথে অথবা বিভিন্ন সিকিউরিটি এক্সপার্ট আর চাইলে নিজের নিমন্ত্রিত কারো সাথে নিজেকে লুকিয়ে কীভাবে কথা বলবেন দেখুন।
প্রিয় ট্রিকবিডির ব্যবহারকারী এবং ভিজিটর,
আশা করছি বর্তমান পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিয়ে মায়াবী পৃথিবীর অপরূপ সুন্দরতা উপভোগ করছেন।
আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করবো সেই বিষয়টা হলো
“আপনি কিভাবে একজন হ্যাকার এবং বিভিন্ন সিকিউরিটি এক্সপার্টদের সাথে কথা বলবেন অথবা নিজেকে সুরক্ষা রেখে বন্ধুত্ব তৈরি করবেন বা অচেনাদের সাথে আলাপ করবেন এই বিষয়ে আজকের টিউটোরিয়াল আমার”
আমার এই টিউটোরিয়াল তৈরির আগে আমার উচিৎ ছিলো ডার্ক ওয়েব কি এবং ডার্কওয়েব কিভাবে ব্যবহার করে এর বিস্তারিত তথ্যসহ কনটেন্ট তৈরি করা কিন্তু আমি এমনটা করলাম না কারণ আমি ট্রিকবিডিতে অনুসন্ধান করে দেখলাম এই রিলেটেড কনটেন্ট ট্রিকবিডিতে মাত্রাধিক রয়েছে অতএব আমি আশা করছি আপনারা ডার্কওয়েব অ্যাক্সেস করতে জানেন, আর যদি আপনারা চান আমার থেকে ডার্কওয়েব অ্যাক্সেস এর টিউটোরিয়াল তাহলে অবশ্যই মন্তব্য করবেন এই বিষয়ে আমি যথেষ্ট চেষ্টা করবো।
এখন আসি মূল বিষয়ে, ডার্কওয়েব হলো খুবই সিকিউরড একটা প্ল্যাটফর্ম এইখানে ভালো এবং খারাপ দুই প্রকৃতির মানুষই উপস্থিত থাকেন। সকলেই নিজেদের বিভিন্ন উদ্দেশ্যকে বাস্তবায়ন করার কারণে ডার্কওয়েবকে ব্যবহার করে থাকেন। আমি সংক্ষিপ্ত রূপে জানাচ্ছি যে ডার্কওয়েবে কখনো নিজের পার্সোনাল কোনো তথ্য শেয়ার করবেন না ভুল করেও এবং কেউ যদি আপনার আসল পরিচয় জানতে চাই সেটা ছেলে অথবা মেয়ে হোক তাও বলবেন না যদি বলেন তাহলে বিভিন্ন ক্ষতির সম্মুখীন হবেন।
তাহলে চলুন টিউটোরিয়াল শুরু করি, মূলত আজকে আমরা দেখবো ডার্কওয়েব থেকে কিভাবে নিজেকে গোপন রেখে কথা বলা যায়, আপনি চাইলে এইখানে আপনার পরিচিত বন্ধুকে নিমন্ত্রণ করে কথা বলতে পারবেন অথবা অপরিচিত বিভিন্ন হ্যাকার, সাইবার সিকিউরিটি এক্সপার্ট, নেশা দ্রব্য ইত্যাদি বিক্রি করে তাদেরও এইখানে পাওয়া যাবে অসৎ কাজকর্ম গুলো অবশ্যই এড়িয়ে যাবেন নয়তো বিপদের সম্মুখীন হতে হবে।
সর্বপ্রথম আপনাকে ডার্কওয়েব অ্যাক্সেস করতে হবে আর অ্যাক্সেস করার জন্য আপনাকে Orbot ব্যবহার করতে হবে। তো আপনি এই অ্যাপ কিভাবে ডাউনলোড করবেন এটা নিয়ে টেনশনের কিছু নাই আপনি গুগল প্লে স্টোরে অনুসন্ধান করলেই পেয়ে যাবেন আর আপনাদের সুবিধার জন্য আমি Orbot Download Link ও দিয়ে দিলাম।
এখন অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে ওপেন করুন, আর ওপেন করলে নিচের স্ক্রিনশটের মতো দেখতে পাবেন VPN Mode লেখায় ক্লিক করে চালু করে দিন।
এখন আপনাকে স্ক্রিনশটের মতো Ok লেখায় ক্লিক করতে হবে।
এখন আপনি Start লেখায় ক্লিক করুন।
এখন আপনি স্ক্রিনশটে দেখুন ১০০% হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
এখন আপনার পছন্দ মতো একটা ব্রাউজার এ http://tetatl6umgbmtv27.onion ইউআরলি কপি এবং পেস্ট করে ইন্টার বাটন এ চাপ দিন, আর তারপর নিচের স্ক্রিনশটের মতো দেখতে পাবেন।
এখন আপনি ফলো করুন Chat with friend মূলত এই অপশন দ্বারা আপনি একজনকে ইনভাইটেশন করে এইখানে নিরাপদে নিজের পরিচয় লুকিয়ে তার সাথে কথা বলতে পারবেন, এই অপশনটি ক্লিক করুন।
এখন আপনাকে একটা লিংক দেওয়া হবে যেটা আপনি অন্য কাউকে কপি করে দিলে সে ওই লিংক এ প্রবেশ করলে আপনার সাথে কথা বলতে সক্ষম হবে। আমি নিরাপত্তার জন্য লিংকটি সম্পূর্ণ দেখালাম না।
তো এখন আমরা চলে যাবো ভিন্ন মানুষদের সাথে কথা বলতে, অর্থাৎ আমরা এখন Random chat করবো।
এখন নিচের স্ক্রিনশটের মতো দেখতে পাবেন।
এখন আপনি হাই, হ্যালো ইত্যাদি থেকে শুরু করে কথা বলতে পারবেন বিভিন্ন মানুষের সাথে, আমি আমার কিছু মেসেজিং উল্লেখ করছি।
আশা করি আমি আপনাদের সুন্দর এবং সহজ ভাবে বুঝাতে সক্ষম হয়েছি।
সর্তকতাঃ অবশ্যই কখনো ভুল করেও এই মেসেজিং এর ভেতর নিজের পার্সোনাল তথ্য ইত্যাদি শেয়ার করবেন না তাহলে কিন্তু কঠিন বিপদের সম্মুখীন হতে হবে আপনাকে, আর আপনি যদি করেন তাহলে নিজ দায়িত্বে করবেন r1d3x0r অথবা ট্রিকবিডি কখনোই দায়ী থাকবে না এটার জন্য।
ভালো থাকুন সুস্থ থাকুন প্রিয় মানুষকে ভালো রাখুন সবসময় পজিটিভ থাকুন সকল সময় মোটিভেট থাকুন; ধন্যবাদ।
The post ডার্কওয়েবে হ্যাকারদের সাথে অথবা বিভিন্ন সিকিউরিটি এক্সপার্ট আর চাইলে নিজের নিমন্ত্রিত কারো সাথে নিজেকে লুকিয়ে কীভাবে কথা বলবেন দেখুন। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/2EcvOQ2
via IFTTT
Comments
Post a Comment