ফোনের সাউন্ড কম হলে এটা শিখে নিন ৩০০ গুন জোরে বাজবে ১০০% শিউর

হাই ভিউয়ারস
আশা রাখছি সবাই ভালো আছেন যেহেতু ট্রিকবিডির সাথে থাকেন তাহলে আশা করি আরো ভালো আছেন,কারণ এটা একটা বিশাল বড় প্লাটফর্ম যা টেকনোলজির আড্ডা হয়।

আশা করি সবাই ভালো শিখেছেন এবং আরো শিখবেন।

আমি ও অনেক কিছ শিখছি এবং আরো শিখবো এবং আপনাদের ও শিখানোর চেষ্টা করবো।

আমাদের মোবাইল গুলো তুলনামূলক সাউন্ড পাই না যে কোন গান বাজালে সাউন্ড হয় না।
এজন্য আকজে আপনাদের মাঝে এমন একটি অ্যাপস শেয়ার করবো যার মাধ্যমে আপনার মোবাইলের সাউন্ড বেড়ে যাবে আগের থেকে ৩০০ গুন তো বিশ্বাস হচ্ছে না তাই না।অনেক বক বক করে ফেলছি মাপ করে দিয়েন।

চলুন শুরু করা যাক___
প্রথমে অ্যাপস টা ডাউনলোড করুন।
warning আসলে ওকে করুন।

এখন সেটিংস আইকনে ক্লিক করুন।

Settings এ যান এবং ক্লিক করুন।

Maximum allowed boost ক্লিক করুন।

দেখুন সাউন্ড % চলে আসছে, আপনার ইচ্ছা মতো % সিলেক্ট করুন।

একটা গান চালিয়ে দেখুন এবং Boost টেনে দেখুন ১০০% সাউন্ড আগের থেকে বেরে গেছে।

মনে রাখবেন বেশি সাউন্ড দেওয়ার কারণে আপনার মোবাইল স্পিকার নষ্ট হয়ে গেলে আমি ও ট্রিকবিডি টিম দায়ী থাকবে না।নিজের মতো করে সাউন্ড দিন।

এতো সময় ধরে পোষ্টা পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ট্রিকবিডির সাথে থাকুন।

The post ফোনের সাউন্ড কম হলে এটা শিখে নিন ৩০০ গুন জোরে বাজবে ১০০% শিউর appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/2TPbbPj
via IFTTT

Comments