আজকাল আমরা সবাই কম-বেশি স্মার্টফোন ব্যবহার করি।
আমাদের ফোনে দেওয়া লঞ্চার গুলো আমরা তেমন মন মত পাই না।
আপনি যদি এখনো,
স্মার্ট ফোনের লঞ্চার কাকে বলে, তা না জানেন তবে গুগলে সার্চ দিয়ে জেনে নিন।
তো আজকে আপনাদের মাঝে একটা পেইড বা যেটা টাকা দিয়ে কিনতে হয় ঠিক তেমন একটা লঞ্চার ভাগাভাগি করবো।
আশা করছি,
আপনাদের ভালো লাগবে।
লঞ্চারটির নাম
যেহেতু পেইড, তাই আমি গুগল ড্রাইভ এ আপলোড করে দিলাম।
ডাউনলোড করে নিন
তারপর এপ্সটি ওপেন করুন
এবার সব পারমিশন গুলো এলাউ করে দিন
আপনার ফোনে এপ্সটি রান হয়ে যাবে, এনজয় এ ক্লিক করুন
দেখুন ফোনের চেহেরা পালটে গেছে
এ লঞ্চারটির দারুন ফিচার টি হচ্ছে থ্রিডি-লুক
থ্রিডি ফিচারটি চালু করতে
তারপর
তারপর
এবার দেখুন আরেক টা লুক দেখাচ্ছে।
এখানে আপনি ডানে-বায়ে স্যয়েপ করে,
খুব স্মুথলি এপ্স টি ব্যবহার করতে পারবেন।
————–
এছাড়াও আপনি চাইলে আপনার মন মত এপ্সটির সব কিছু কাস্টমাইজড করে নিতে পারেন
এপ্স>সেটিংস>
লঞ্চার হিসেবে এপ্স টি ব্যবহারে আমার খুব ভালো লেগেছে।
তাই,
আপনাদের সাথে শেয়ার করলাম।
সবার সু-সাস্থ্য কামনা করে বিদায় নিলাম।
The post থ্রিডি পেইড লঞ্চার ফ্রিতে ব্যবহার করুন। দারুণ লঞ্চার। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/33is87L
via IFTTT
Comments
Post a Comment