ট্রিকবিডি
এখানে আমাদের সবার পোস্ট লিখতে মন চাই!
নিজের ভিতরে থাকা সুপ্ত প্রতিভা, আমরা খুব সহজেই এই প্লাটফর্ম দ্বারা সবার কাছে পৌছে দিতে পারছি।
এখন আমাদের প্রতিভা, শ্রোতা যাতে খুব সুন্দর ভাবে নিতে পারে বুঝতে পারে,তার জন্য পোস্ট এর ভিতরে পোস্ট রিলেটেড কিছু ছবি সংযুক্ত করতে হয়!
[ ট্রিকবিডি পোস্ট রুলস এর একটা]
আমরা জানি,
একটা পোস্ট করতে হলে একটা পোস্ট এ মিনিমাম ৫-১৫ টা ছবি যুক্ত করা হয়ে যায়।
সেই ছবি গুলো,
একটা একটা করে আপলোড করা খুবই বিরক্তি কর হয়ে পড়ে!
কিন্তু আপনি চাইলে এখন সেই ৫-১৫ টা ছবি একসাথেই আপলোড দিয়ে আপনার সময়+কষ্ট কমাতে পারেন!
কিভাবে……..??
তারপর আমি একসাথে কিছু স্ক্রিনশট আপলোড দেওয়ার চেষ্টা করলাম
কিন্তু নাহ, হলো না।
এখানে কোন ছবিই সিলেক্ট হয়নি!
আপনি কি করবেন, ট্রিকবিডিডটকম শেষে একটা স্ল্যাশ দিয়ে wp-admin লিখে ইন্টার চাপ দিবেন|
তারপর
মিডিয়া থেকে —
যদি এমন থাকে তবে
এখানে ক্লিক করে
মাল্টি আপলোড অপশন টা নিয়ে আনবেন
তারপর
রেজাল্ট
আশা করছি এখন আপনার কষ্ট ও সময় দুটোই কমবে।
ভালো থাকুন সুস্থ থাকুন।
The post ট্রিকবিডি তে এবার আপনার সব স্ক্রিনশট একসাথে আপলোড দিন ।যারা জানেন না, তাদের জন্য| appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/3aW2Lvi
via IFTTT
Comments
Post a Comment