স্টাইলিশভাবে জিমেইল লিখুন আর অবাক করে দিন আপনার বসকে!


ছবিটা দেখে হয়তো অনেকেই ধারণা পেয়ে গেছেন আজকের পোস্টে আমি আপনাদেরকে ঠিক কী দেখাতে যাচ্ছি 😄

মূল কাজে চলে যাওয়ার আগে এই পোস্টের আইডিয়াটা কীভাবে পেলাম সেটা শেয়ার করি 😆

ট্রিকবিডিতে ট্রেইনার হওয়ার জন্য তিনটা মানসম্মত পোস্ট লেখা লাগে। তো আমি তিনটা পোস্ট লেখার পর ট্রেইনার রিকোয়েস্ট করে ২ দিন কোন সাড়া না পেয়ে হতাশ হয়ে 😞 রানা ভাইকে মেইল করতে গেলাম তখন কী লিখব সেটা ভাবতে থাকি আর মেইলবক্সে ক্লিক করে ধরে রাখি তারপর এই বিষয় সম্পর্কে ধারণা পেলাম।ভাবলাম আমার মতো হয়তো বিষয়টা অনেকেই জানে না।

তো এখন কাজের কথায় আসি…

কীভাবে সুন্দর করে জিমেইল লিখবেন?



  • তার জন্য গুগলের অফিশিয়াল জিমেইল এপটির প্রয়োজন হবে যেটা প্রায় সবার মোবাইলেই থাকে, না থাকলে প্লেস্টোর থেকে ডাউনলোড করে নিবেন।
  • তারপর, জিমেইল এপটিতে প্রবেশ করবেন
  • নিচে থাকা প্লাস আইকনে ক্লিক করবেন
  • Compose Email নামক বক্সে ক্লিক করবেন এবং ঐ জায়গায় কিছুক্ষণ ট্যাপ করে ধরে রাখবেন তাহলে Format নামক একটি অপশন পাবেন
  • ঐটায় ক্লিক করলে নিচের মতো কিছু অপশন দেখতে পাবেন
  • এবার ঐ ফাঁকা জায়গায় লিখুন “I Love TrickBD” তারপর, উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী Format থেকে Bold, Italic, Underline এসব অপশনগুলো আনুন। তারপর দেখুন আমি TrickBD লেখাটার কালার লাল করতে চাই তাই এই লেখাটাকে আগে সিলেক্ট করে নিতে হবে । তারপর A তে ক্লিক করে কালার সিলেক্ট করে নিতে হবে
  • দেখুন TrickBD লেখাটার কালার লাল হয়ে গেছে, একইভাব আপনি যেকোন লেখাকে সিলেক্ট করে যেকোন স্টাইল দিতে পারেন।
ধন্যবাদ পোস্টটা পড়ার জন্য যদিও বিষয়টা অনেকেরই সিম্পল লাগবে তবে এই সিম্পল বিষয়গুলোই আমরা অনেকে জানিনা 🙂

The post স্টাইলিশভাবে জিমেইল লিখুন আর অবাক করে দিন আপনার বসকে! appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/2OHHBIo
via IFTTT

Comments